×

জাতীয়

যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ০৬:৫১ পিএম

যশোরে পিস্তল-ওয়ান শুটারগান তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। পরে সেখান থেকে পিস্তল তৈরিতে ব্যবহৃত লোহার সিট, অ্যাঙ্গেল, পাইপ এবং অন্যান্য যন্ত্রপাতিসহ নারীসহ তিনজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আটকরা হলেন- সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের কামরুল ইসলাম (৫২), তার স্ত্রী রাবেয়া সুলতানা রানী (৩৫) এবং একই গ্রামের নূর হোসেনের ছেলে আবুল বাশার (৩২)।

আজ বুধবার দুপুরে যশোরের সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম ও হাফিজুল হকের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। তখন এ কারখানাটির সন্ধান পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App