×

পুরনো খবর

দ্বিতীয় দিনে আ.লীগের ৪৩৪টি মনোনয়ন বিক্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ০৮:০৫ পিএম

দ্বিতীয় দিনে আ.লীগের ৪৩৪টি মনোনয়ন বিক্রি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় দিনে ফরম বিক্রি উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত

এবার একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪৩৪টি। প্রথম দিনে বিক্রি হয়েছিল ৬২৩টি ফরম। সব মিলে দু’দিনে দলটির মোট ১০৫৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দ্বিতীয় দিনে ফরম বিক্রি উদ্বোধন করেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে গত মঙ্গলবার থেকে ফরম বিক্রি শুরু হয়।

বাংলাদেশের ৩৫০ আসনের সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এবার ২৯৯টি আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App