×

তথ্যপ্রযুক্তি

কনটেন্ট শেয়ার করার সুবিধা বন্ধ করল ইউটিউব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ০৪:৫৫ পিএম

কনটেন্ট শেয়ার করার সুবিধা বন্ধ করল ইউটিউব
সামাজিক যোগাযোগ মাধ‍্যমে স্বয়ংক্রিয়ভাবে কনটেন্ট শেয়ার করার সুবিধা বন্ধ করছে ইউটিউব। সম্প্রতি প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ‍্য জানিয়েছে। স্বয়ংক্রিয় শেয়ার ফিচারটির মাধ‍্যমে ব্যবহারকারীরা ইউটিউবে কোনো পাবলিক ভিডিও পোস্ট করলে তা সঙ্গে সঙ্গে টুইটার বা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার হয়ে যেতো। এতে করে কষ্ট করে ভিডিওটি আলাদাভাবে শেয়ারের প্রয়োজন হতো না। স‍োশ্যাল মিডিয়ার অ‍্যাকাউন্টগুলো একবার যুক্ত করে দিলেই হতো।তবে স্বয়ংক্রিয় ফিচারটি বন্ধ করা হলে ইউটিউব থেকে শেয়ার বাটনের মাধ্যমে অন্যান্য সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। আগের মতোই ইউটিউব চ্যানেলে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট লিঙ্ক দিতে পারবেন ব্যবহারকারী। ইউটিউবে নতুন আপডেট আনা হলেও ইতোমধ্যে যে ভিডিওগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে তার ওপর এর কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App