×

জাতীয়

সাবেক মন্ত্রীর শেষ কার্যদিবসে নিয়োগ নিয়ে নানা জল্পনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১১:২২ এএম

সাবেক মন্ত্রীর শেষ কার্যদিবসে নিয়োগ নিয়ে নানা জল্পনা
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী নিয়োগ নিয়ে রহস্যের দানা বেঁধেছে। বিদায়ী পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শেষ কর্মদিবসে দেয়া এ নিয়োগকে নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নতুন এ পদে নিয়োগ পাওয়া প্রকৌশলী মো. শাহাদাত হোসেনের নিয়োগ গত ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এর চার দিন পর গতকাল সোমবার তিনি কাজে যোগ দিয়েছেন। সংশ্লিষ্টদের দাবি, সরকারের তৃতীয় মেয়াদে মন্ত্রিসভা ঘোষণার পর তড়িঘড়ি করে শাহাদাত হোসেনকে এ পদে চলতি দায়িত্ব দেয়া হলেও নতুন মন্ত্রী আসার পর এ নিয়োগ কিছুটা হোঁচট খেয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের কেউ গণমাধ্যমে মুখ খুলতে রাজি হননি। একাধিক সূত্রের দাবি প্রধান প্রকৌশলী নিয়োগ নিয়ে ঠিকাদার সিন্ডিকেটের আগ্রহ প্রবল। তারা তাদের পছন্দের ব্যক্তিকে ওই পদে নিয়োগে চেষ্টা তদবিরের পাশাপাশি কোটি কোটি টাকা বিনিয়োগ করে থাকেন বলে চাউড় রয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজ বাগিয়ে নেয়া এবং কাজে নয় ছয় করে টাকা হাতাতে এই সিন্ডিকেটের জুড়ি নেই বলে অভিযোগ রয়েছে। এসব নিয়ে দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস আদেশে দেখা গেছে, চলতি মাসের ৭ তারিখ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) মো. শাহাদাত হোসেকে নিয়োগ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোসা. সুরাইয়া বেগম স্বাক্ষরিত পত্রে সাহাদাত হোসেনকে ১০ জানুয়ারি প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেয়া হয়। সেই মোতাবেক বিদায়ী প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলমের কাছ থেকে তিনি দায়িত্বও বুঝে নিয়েছেন। সংস্থাটির ওয়েবসাইটেও ছবি আর জীবনী দিয়ে শাহাদাত হোসেনকে প্রধান প্রকৌশলী হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেননি তিনি। সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চেয়ার নিয়ে বেশ কয়েকজন প্রকৌশলী তদবিরে নামেন। এর মধ্যে সাবেক প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলামের নাম বেশ জোরালো অবস্থানে ছিল। রফিকুল ইসলামের মেয়াদ ২৭ ডিসেম্বর শেষ হওয়ার পর তিনি অবসরোত্তর ছুটিতে যান। এরপর ৩১ ডিসেম্বর নিয়মক্রমানুসারে অতিরিক্ত প্রধান প্রকৌশলী খোরশেদ আলমকে চলতি দায়িত্বে প্রধান প্রকৌশলী নিয়োগ দেয়া হয়। খোরশেদ আলমের চাকরির মেয়াদ ছিল ১০ জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) মো. সাহাদাত হোসেনকে ৭ জানুয়ারি চলতি দায়িত্ব দিয়ে আদেশ জারি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সে দিনই নতুন পূর্তমন্ত্রী হিসেবে শপথ নেন শ ম রেজাউল করিম। প্রধান প্রকৌশলীর নিয়োগের বিষয়টি নিয়ে তিনিও কিছুটা বিব্রত হয়েছেন বলে জানিয়েছে কেউ কেউ। তবে সর্বশেষ গতকাল সন্ধ্যায় নতুন মন্ত্রী শাহাদাত হোসেনের যোগদানপত্র গ্রহণ করেছেন বলে ভোরের কাগজকে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি সূত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App