×

জাতীয়

শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১১:৫০ এএম

শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করব
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি সব সময় থাকে। বর্তমান সরকার জেলা-উপজেলা পর্যন্ত এ ব্যাপারে নজরদারি করছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প ও সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে, মতবিনিময় করা হচ্ছে। টেস্ট রিলিফ (টিআর), কাজের বিনিময় খাদ্যের (কাবিখা) প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় সেদিকে গুরুত্ব দেয়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করা হচ্ছে এবং হবে। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তার দপ্তরে ভোরের কাগজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আবহাওয়ার সঙ্গে এই মন্ত্রণালয়ের কাজের সম্পর্ক রয়েছে। প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে এখানে কাজ করতে হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সারাক্ষণ প্রস্তুতি রাখতে হয়। অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে বজ্রপাত মোকাবেলায় তালগাছ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। গত বছর সারা দেশে ৩১ লাখ তালগাছের চারা রোপণ করা হয়েছে। এ বছর তা আরো বাড়ানো হবে। তিনি বলেন, কম্বল ও ঢেউটিন বিতরণ এবং সোলার স্প্রিড লাইট স্থাপনের মাধ্যমে মন্ত্রণালয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। এ জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে। নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ এবং উঁচু বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের আওতায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু এলাকায় শীতের সময় তাপমাত্রা বিবেচনায় শীতবস্ত্র বিতরণ করা হয়। ঝড়-বৃষ্টি ও বন্যাপ্রবণ এলাকার জন্য রয়েছে বিশেষ বরাদ্দ। মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের সঙ্গে এসব ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখা হয়। কম্বল ও টেউটিনের গুণগত মান বিবেচনা করে দরপত্র দেয়া হয়। কোনোভাবে এতে অনিয়ম বরদাশত করা হবে না। তিনি বলেন, এবারই প্রথম এই মন্ত্রণালয়ের অধীনে শিশু খাদ্যের জন্য ২০ কোটি টাকা এবং গরু কেনার জন্য আলাদা ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চাহিদা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এই বিশেষ বরাদ্দ দিয়েছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী ২৪ জানুয়ারি থেকে তিনব্যাপী রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের (আরসিজি) সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে পরস্পরের সম্পর্ক উন্নয়ন যেমন হবে তেমনিভাবে নতুন নতুন কাজের পথ সৃষ্টি হবে। জেলা-উপজেলা সফরের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে উল্লেখ করে তিনি বলেন, যেসব প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে তাতে পুরোপুরি স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে স্পট ভিজিট করা হচ্ছে। জেলার অতিরিক্ত প্রশাসকদের সমন্বয়ে দায়িত্ব বণ্টন করে দিয়ে উপজেলাভিক্তিক প্রকল্পের মনিটরিং করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App