×

জাতীয়

মাদারীপুরে স্কুল ছাত্রী কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:৪০ পিএম

মাদারীপুরে স্কুল ছাত্রী কুপিয়ে জখম

আহত সুকতারা আক্তার

মাদারীপুরের কালকিনিতে প্রবাসী স্বামীকে ডিভোর্স দেয়ার জের ধরে এস এসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে শ্বশুরবাড়ীর লোকজন। আহত স্কুল ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে কালকিনি পৌরসভার ঝাউতলা এলাকায়। আহত স্কুল ছাত্রীর নাম সুকতারা আক্তার (১৬)। সে কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ও এবারের এস এসসি পরীক্ষার্থী । স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল স্কুলছাত্রী সুকতারা। বাসা থেকে উকিল বাড়ীর পাশে রাস্তায় বের হলে একা পেয়ে কয়েকজন বখাটে যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ঐ ছাত্রীকে দেখে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্কুল ছাত্রীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। সুকতারাকে এখন উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল ছাত্রীর চাচী জানান, কালকিনির সাহেবরামপুর এলাকার সালাম আকনের ছেলে ইতালি প্রবাসী রুমন আকনের সাথে উত্তর রমজানপুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের মেয়ে সুকতারা আক্তারের সাথে দেড় বছর পূর্বে উভয় পরিবারের সম্মতিতে মোবাইলে বিয়ে হয় । বিয়ের ৭/৮ মাস পরে সুকতারা রুমনকে ডিভোর্স দিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শ^শুর বাড়ির লোকজন সুকতারাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে । আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। সুকতারার অল্প সময়ের জন্য একটু জ্ঞান ফিরেছিল। তখন সুকতারা আমাদের কাছে বলে, শামন ও আরেক ছেলে পিছন থেকে মাথায় হঠাৎ আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই এবং জ্ঞান হারিয়ে ফেলি। অভিযুক্ত প্রবাসী রুমনের ভাই শামন আকন বলেন, আমার ভাই সোমবার বিদেশ থেকে ঢাকা নেমেছে। এখনো আমারা ঢাকা। আমি বা আমরা এ কাজ কিভাবে করবো। আমাদের ফাঁসানোর জন্য এই কাজ করা হচ্ছে। এ ঘটনার সাথে আমাদের পরিবারের কেউ জড়িত নয়। কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, স্কুল ছাত্রীর মাথার আঘাতটা একটু গুরুতর। শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিয়েছি। পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যাচ্ছে। কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, বিষয়টি বিয়ে সংক্রান্ত জেরে। এই মেয়ে তার স্বামীকে মেনে না নেয়ায় মারধর করেছে। মেয়ের পরিবার যদি মামলা বা আইনগত ব্যবস্থা নিতে চায়, তাহলে আমরা ব্যবস্থা নিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App