×

জাতীয়

পৌষ সংক্রান্তিতে সাকরাইনে মাতল পুরান ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১২:০৯ পিএম

পৌষ সংক্রান্তিতে সাকরাইনে মাতল পুরান ঢাকা
নিজস্ব বুলি আর ঢঙে পুরান ঢাকার বাসিন্দারা উদযাপন করলেন পৌষসংক্রান্তির ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ‘সাকরাইন’। এ নিয়ে গতকাল সোমবার অন্যরকম উৎসবে মেতে ওঠে পুরান ঢাকা। যার অন্যতম অনুষঙ্গ হলো ঘুড়ি। রঙ-বেরঙের ঘুড়ি, ফানুস, গান-বাজনা, আতশবাজি আর মহা খানাপিনার মধ্য দিয়ে উদযাপিত হলো সাকরাইন। শাঁখারীবাজার, রায়সাহেব বাজার, বংশাল, সূত্রাপুর, বাংলাবাজার, সদরঘাট এলাকায় সাকরাইন উপলক্ষে বাহারি সব ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা চলে ছাদে ছাদে। এরমধ্যে স্থান করে নেয় চক্ষুদার, মালদার, চুমকি দার, লেজদারসহ আরো অনেক নামের ঘুড়ি। বাকাট্টা-লোট ইত্যাদি নানা স্থানীয় শব্দের উচ্চারণে মুখরিত ছিল এসব এলাকা। গতকাল বিকেল থেকেই সাকরাইন উৎসবে মেতে ওঠে পুরান ঢাকা। চলে রাত পর্যন্ত। বিকেলের শুরুতে আকাশে এক এক করে ঘুড়ি উড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘুড়ির সংখ্যাও বাড়তে থাকে। চিৎকার-গানে মুখরিত হয়ে ওঠে চারদিক। এদিন পুরান ঢাকায় ঘরে ঘরে সুস্বাদু খাবার রান্না হয়। অনেক রাত পর্যন্ত ছাদে ছাদে চলে গানবাজনা আর নাচ। এদিকে পৌষসংক্রান্তি ও সাকরাইন উৎসব উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে ঘুড়ি র‌্যালির আয়োজন করে ঢাকাবাসী সংগঠন। ‘দিলমে ঢাকা হামকো ঢাকা’ শীর্ষক স্লোগানে ঢাক-বাজনার মাধ্যমে এগিয়ে যায় এই র‌্যালি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন ডেভটেক-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও উদ্ভিদ প্রযুক্তিবিদ ড. ফেরদৌসী বেগম। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকাবাসীর উপদেষ্টা হাজি মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাবাসী সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি শুকুর সালেক। এ ছাড়া সকালে হাজারীবাগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পারিবারিক ঘুড়ি উৎসবে রং-বেরঙের ঘুড়ি আকাশে উড়ানো হয়। সবশেষে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগত অতিথিদের খই-মুড়ি, পিঠা, বাকরখানি ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App