×

জাতীয়

পীরগঞ্জে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০১:৪২ পিএম

পীরগঞ্জে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ। পৌর শহরসহ পাড়া-মহল্লায় এখন চলছে উপজেলা নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা। কোন দল থেকে কে প্রার্থী হচ্ছেন এ নিয়ে ঝড় উঠছে চায়ের কাপে। দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করেছেন বিভিন্ন দলের অর্ধ ডজনেরও অধিক প্রার্থী। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করাসহ অংশ নিচ্ছেন নানা সমাজসেবামূলক কাজে। যে যেখানে পারছেন হাত মেলাচ্ছেন ভোটারদের সঙ্গে। চাইছেন দোয়া-আশীর্বাদ। শুভেচ্ছা জ্ঞাপন ও দোয়া চেয়ে অনেকে সেঁটেছেন ব্যানার-ফেস্টুনও। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন খবরে চাঙ্গা হয়ে উঠেছে পীরগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গন। কোন দল থেকে কাকে প্রার্থী করলে জয় নিশ্চিত হবে এমন ভাবনা এখন তাড়া করছে দলীয় নীতিনির্ধারকদের মাঝে। দলীয় প্রার্থীদের বিষয়ে খোঁজখবর রাখছেন তারা। নিচ্ছেন মাঠপর্যায়ের খবরও। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের এক সভায় দলীয় প্রার্থী নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। বসে নেই জাতীয় পার্টিও। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর পরই দলটির কর্মিসভায় উপজেলা নির্বাচন নিয়ে কথা হয়। নির্ধারণ করা হয় কর্মপরিকল্পনা। জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবার উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে কিনা এর ওপর নির্ভর করবে জাপার নির্বাচনী কৌশল। তবে উপজেলা নির্বাচন বিষয়ে বিএনপি থেকে এখনো কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এদিকে বিভিন্ন দল থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তারা দলের স্থানীয় নেতাকর্মীসহ উচ্চপর্যায়েও যোগাযোগ রক্ষা করে চলছেন। আওয়ামী লীগ থেকে পীরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক ও পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রেজওয়ানুল হক বিপ্লব এবং বঙ্গবন্ধু জয়বাংলা লীগের উপজেলা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-উর রশিদ পারুল, জাতীয় পার্টি থেকে উপজেলা জাপার সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল আনাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অনিসুর রহমান আনিস, বিএনপি থেকে বর্তমান চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে কাজ করছেন। এদের মধ্যে ইকরামুল হক গত উপজেলা পরিষদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে হেরে যান। তাই তিনি এবারো দলীয় মনোনয়ন চাইছেন। ৩ বারের সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুল ইসলাম দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকেই উপজেলা নির্বাচন করার বাসনা পোষণ করে আসছেন। সম্প্রতি তিনি দলের নেতাকর্মীদের কাছে তার ওই সুপ্ত বাসনার কথা প্রকাশ করে তাদের নিজে দলে ভিড়ানোর চেষ্টা করছেন। বিভিন্ন হামলা ও মামলার শিকার সাবেক ছাত্রনেতা গোলাম রব্বানীও এবার মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগের দুর্দিনে তরুণদের সঙ্গে নিয়ে দলকে চাঙ্গা রাখতে অগ্রণী ভ‚মিকা পালন করেন তিনি। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে প্রায় দেড় বছর আগ থেকে মাঠে কাজ করছেন রেজওয়ানুল হক বিপ্লব। বিভিন্ন দিবস ও উৎসবে শুভেচ্ছা জানিয়ে ও দোয়া চেয়ে উপজেলার আনাচে-কানাচে শত শত ফেস্টুন সেঁটেছেন তিনি। জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকসহ এক ডজনেরও অধিক সামাজিক, সাংস্কৃতি সংগঠন, এতিমখানা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি অথবা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি অংশ নিচ্ছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে। উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসা হারুন-উর রশিদ পারুলও এবার দলীয় মনোনয়ন চান। সে লক্ষ্যে কাজ করছেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীককে জয়ী করতে রাত-দিন নিরলসভাবে কাজ করেছেন তিনি। অত্যন্ত মিষ্ঠভাষী পারুল সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন। জয় করতে পারেন সাধারণ মানুষের মন। গ্রামগঞ্জে তার বেশ নামডাক রয়েছে। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। চালিয়ে যাচ্ছেন নির্বাচনী আলাপ-আলোচনা। অপরদিকে মাঠে তৎপর রয়েছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা জিয়াউল ইসলাম জিয়া। দল নির্বাচনে অংশ নিলে তিনি প্রার্থী হবেন বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App