×

বিনোদন

গুরুতর অসুস্থ আকবর সাহায্য চান প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০১:১৫ পিএম

গুরুতর অসুস্থ আকবর সাহায্য চান প্রধানমন্ত্রীর
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে সারাদেশে ব্যাপক পরিচিতি পান আকবর। রিকশাচালক থেকে আকবর গায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। বর্তমানে ভালো নেই সেই গায়ক। তিনি গুরুতর অসুস্থ। গত ১০ দিন ধরে বিছানায় পড়ে আছেন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। আকবরের স্ত্রী কানিজ ফাতিমা সীমা বলেন, গত একমাস থেকে অসুস্থ আকবর। তবে গত শনিবার থেকে আকবরের কোমর থেকে দুই পা পুরোপুরি অবশ। নড়াচড়া করতে পারছেন না। বিছানায় পড়ে আছেন। শরীরে পটাশিয়াম, ক্যালসিয়াম পুরোপুরি শূন্য হয়ে গেছে। কিডনিতে সমস্যা রয়েছে। ২০১৭ সালে একই সমস্যায় ভুগেছিলেন গায়ক আকবর। সেবার হানিফ সংকেত নিজ উদ্যোগে ভারতে পাঠিয়ে আকবরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। তারপর তিনি সুস্থ হয়ে টুকটাক গান করতেন। তবে মাঝেমধ্যে ঢাকার পিজি হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ রফিকুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নিতেন। সীমা বলেন, স্যার আমাদের জন্য অনেক কিছু করেছেন। আর কত দেবেন! আকবরের অসুস্থতার ব্যয়ভার বহন করতে জমিজমা যা কিনেছিলেন সবই বিক্রি করে ফেলেছেন। এখন আর্থিক সংকটে ভুগছে তার পরিবার। আকবর বলেন, আমি আবার সুস্থ হয়ে কাজে ফিরতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। একজন শিল্পী হিসেবে আমি তার আছে সহায়তা চাই। জীবনে অনেক পরিশ্রম করে আজকে আমি এ অবস্থানে এসেছি। প্রধানমন্ত্রী যদি তার মমতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তবে আমি ও আমার পরিবার চিরঋণী হতাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App