কুশিয়ারা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মাছের মেলা

আগের সংবাদ

গুরুতর অসুস্থ আকবর সাহায্য চান প্রধানমন্ত্রীর

পরের সংবাদ

জনসচেতনতায় পূর্ণিমা

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯ , ১:০৭ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ১৫, ২০১৯ , ১:১১ অপরাহ্ণ

শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাতদিনব্যাপী এই জনসচেতনতামূলক কর্মকাণ্ড থেকে উঠে আসা অর্থ দিয়ে কম্বল ক্রয় করে তা শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে। প্রাণ আপের এই ক্যাম্পেইনের নাম ‘ছড়াই ভালোবাসার উষ্ণতা’।

এই উদ্যোগের সঙ্গে জড়িত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমা বলেন, এ কাজটি আমি অনেক তৃপ্তি নিয়ে করেছি। আমি চাই, পরিবেশের প্রতি সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়াক সবাই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়