×

অর্থনীতি

মূল্য ছাড়ে পছন্দের পণ্য কিনতে ভিড় স্টলে স্টলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০৪:২৩ পিএম

মূল্য ছাড়ে পছন্দের পণ্য কিনতে ভিড় স্টলে স্টলে
রাজধানীর শেরেবাংলা নগরে চলছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলার ৫ম দিন ছিল গতকাল। প্রতিদিন মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা। পাশাপশি আকর্ষণীয় মূল্য ছাড়ে নিজেদের পছন্দের পণ্য কিনতে ভিড় বাড়ছে স্টলগুলোতে। গতকাল বাণিজ্যমেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাণিজ্যমেলার ভিআইপি গেট দিয়ে ঢুকে একটু সামনে এগোলেই চোখে পড়বে প্রাণ-আরএফএল প্লাস্টিকের সুসজ্জিত প্যাভিলিয়ন। স্টল নং-৪৬। দ্বিতলবিশিষ্ট এই প্যাভিলিয়নে ঢুকতেই দেখা গেল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কারণ হিসেবে জানা গেল প্লাস্টিক পণ্য বিক্রয়ে বিভিন্ন মূল্য ছাড়ের পাশাপাশি লাকি কুপনের ব্যবস্থা রয়েছে স্টলটিতে। বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যের ওপর সর্বনিম্ন ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে আরএফএল প্লাস্টিক। এ ছাড়া ২০০০ টাকার প্লাস্টিক ফার্নিচার কিনলে রয়েছে ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি লাকি কুপনের ব্যবস্থা। ৫০০ টাকার পণ্য কিনলে পাওয়া যাবে লাকি কুপন। প্রতিদিন লাকি কুপন বিজয়ী পাবে একজন সেলিব্রেটির সঙ্গে ফ্রি ডিনারের সুযোগ। এ ছাড়া সপ্তাহে ১ম বিজয়ী পাবে ঢাকা-ব্যাংকক-ঢাকা ভ্রমণের টিকেট এবং ২য় বিজয়ী পাবে ঢাকা-কলকাতা-ঢাকার ফ্রি টিকেট। এ ব্যাপারে জানতে চাইলে প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রাণ-আরএফএলের ম্যানেজার (এক্সক্লুসিভ শোরুম) ইমতিয়াজ ভোরের কাগজকে বলেন, শুধু দেশে নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে প্রাণ-আরএফএল প্লাস্টিক। আমরা একই ছাদের নিচে প্রায় ৩ হাজার প্লাস্টিক পণ্যের সমাহার সাজিয়েছি। আমাদের লক্ষ্য কোনো ক্রেতা যেন তাদের পছন্দের পণ্য কিনতে এসে ফিরে না যায়। পাশেই রয়েছে প্রাণ-আরএফএলের ইটালিয়ানো মেলামাইন। এখানেও চলছে আকর্ষণীয় মূল্য ছাড়। ১-৪৯৯ টাকার পণ্য কিনলে দেয়া হচ্ছে ৫ শতাংশ ছাড়। ৫০০ টাকার পণ্য কিনলে ১০ শতাংশ ছাড় এবং নির্দিষ্ট কিছু পণ্যে রয়েছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা। এদিকে গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে মেলায়। কেউ আসছেন একা, কেউ পুরো পরিবার নিয়ে, আবার কেউ আসছেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে। তারা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্টলে স্টলে, দেখছেন নিজেদের পছন্দের পণ্য। রাজধানীর শ্যামলী থেকে মেলায় এসেছেন ব্যবসায়ী আহমেদ আজম। সঙ্গে রয়েছে পরিবারের অন্য সদস্যরা। মেলায় এসে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ভালো লাগছে, আসলে প্রতি বছর মেলায় আসি। সারা বছরের একটি প্লান থাকে বাণিজ্যমেলা থেকে পছন্দের কিছু পণ্য কেনার। এবারো রয়েছে, তবে কেনাকাটা আরো পরে করব। এদিকে মেলা প্রাঙ্গণে গতকাল উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীদের দেখা গেছে। তারা এসেছে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে। তারাও স্টলে স্টলে ঘুরে দেখছে পছন্দের পণ্য, তুলছে সেলফি। এর পাশাপাশি মেলার প্রথমদিন থেকে গতকালও খাবার দোকানগুলোয় ভিড় বেশি দেখা গেছে। বিরানী, তেহারি, কাবাব, নান, চটপটি, ফুসকা, আইসক্রিমসহ বিভিন্ন খাবারের আইটেম সাজিয়ে বসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। যদিও দামের ব্যাপারে মানুষের মধ্যে অসন্তোষ দেখা গেছে। এ বছর মেলার মূল ফটক তৈরি হয়েছে মেট্রোরেলের আদলে। মূল ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়বে ডিজিটাল এক্সিপেরিয়েন্স সেন্টার। এই সেন্টারে ঢুকে যে স্টল বা প্যাভিলিয়নে যেতে চান তার অবস্থান জেনে নেয়া যাবে। মেলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশ্বের ২২টি দেশের ৫২টি প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নিয়েছে। দেশগুলো হচ্ছে- থাইল্যান্ড, ইরান, তুরস্ক, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, সিঙ্গাপুর, মারিশাস, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও জাপান। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, গত ৯ জানুয়ারি শুরু হওয়া মেলা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৬০৫।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App