×

আন্তর্জাতিক

তুমব্রু সীমান্তে কাঁটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০১:২২ পিএম

তুমব্রু সীমান্তে কাঁটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তে খালের উপর পাইলিং করে পিলার স্থাপন করে কাঁটাতারের বেড়া সংস্কার করছে মিয়ানমার। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের কোনারপাড়ায় নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, এক সারিতে বড় বড় নয়টি পিলার বসানো হয়েছে। আরও পিলার বসানোর কাজ চলছে। ৮-১০ ফুট পর পর পাকা পিলার স্থাপন করা হচ্ছে। তবে খালের উপর এ ধরনের পাকা স্থাপনা নির্মাণের কারণে কোনারপাড়ার রোহিঙ্গা শিবিরসহ তুমব্রু এলাকাটি পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন রোহিঙ্গারা। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ওই খালের উপর আগে ছোট ছোট কাঠের খুঁটি দিয়ে কাঁটাতারের বেড়া ছিল। এখন বসানো হচ্ছে বড় বড় পাকা পিলার। ছোট একটি খালের মাঝখানে এ ধরনের স্থাপনা কেন করা হচ্ছে বিষয়টি আমার বোধগম্য নয়। এই স্থাপনার কারণে বর্ষায় কোনারপাড়ার নো মেনস-ল্যান্ডের রোহিঙ্গা শিবির এবং ঘুমধুমের তুমব্রু এলাকা বন্যায় প্লাবিত হবে। কক্সবাজার-৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন, ওখানে কোনো ব্রিজ নির্মাণ করা হচ্ছে না এবং কংক্রীটের অবকাঠানোও নির্মাণ করা হচ্ছে না। খালের উপর আগে কাঠের খুঁটি দিয়ে কাঁটাতারের বেড়া ছিল। এখন পাকা পিলার বসিয়ে বেড়ার সংস্কার চলছে। তবে ব্রিজ বা বাঁধ নির্মাণের মতো কোনো কাজ মিয়ানমার শুরু করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ ঘটনার জোর প্রতিবাদ জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App