×

জাতীয়

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ১০:১৪ পিএম

কক্সবাজারের চকরিয়ায় দলছুট বন্যহাতির আক্রমণে ৭০ বছরের বৃদ্ধ আবদুল খালেক মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফাঁশিয়াখালী রিংভং বনবিটের ছায়রাখালী জামবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল খালেক মৃত মুন্সী মিয়ার ছেলে।

ফাঁশিয়াখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বনবিটের হেডম্যান কামাল উদ্দিন বলেন, অন্তত বিশ বছর পূর্বে মুন্সী মিয়ার ছেলে আবদুল খালেক স্ত্রী সন্তান নিয়ে চকরিয়ায় এসে ছায়রাখালী পাহাড়ী গ্রামে বসতঘর তৈরি করে বসবাস করে আসছিল। খালেক প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টার দিকে নিকটবর্তী জামবাগান থেকে লাকড়ি কুড়িয়ে আনতে যায়। তিনি সারাদিন ঘরে না ফিরলে পরিবারের সদস্যসহ এলাকার লোকজন জামবাগানে খুঁজতে যায়। বাগানের ভেতরে পৌঁছালে লোকজন তার মরদেহ দেখতে পায়। এসময় মরদেহের পাশে একটি হাতি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কামাল মেম্বার আরো বলেন, মরদেহের পাশে হাতি দাঁড়িয়ে থাকতে দেখে লোকজন হৈ হুল্লোড় শুরু করলে হাতিটি গহিন অরণ্যের দিকে চলে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে খালেকের মরদেহ ঘরে আনা হয়। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App