×

খেলা

ভালো অবস্থানে নেই মিরাজের রাজশাহী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৯, ০৪:১৬ পিএম

ভালো অবস্থানে নেই মিরাজের রাজশাহী
পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই রাজশাহী কিংস। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানির দিকে আছে মেহেদী হাসান মিরাজের দল। তাই ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রংপুর রাইডার্সের বিপক্ষে এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। বিপিএলের এই ম্যাচে তারা করে ১৩৫ রান। আজ রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রাজশাহীর টপঅর্ডার ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। তরুণ জাকির হাসান যাতে সর্বোচ্চ ৪২ রান করেন। হার-না-মানা এই ইনিংসটি খেলতে তিনি খরচ করেছেন ৩৬ বল। আর পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ রান করেন ২৬। ব্যক্তিগতভাবে কেউ খুব বড় কোনো সাফল্য না পেলেও রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়েই সম্ভব হয়নি রাজশাহীর ভালো কিছু করা। এর মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে ভালো করেছেন বল হাতে। তিনি চার ওভার বল করে ২২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন। এ ছাড়া সোহাগ গাজী দুটি এবং ফরহাদ রেজা পান এক উইকেট। এর আগে চার ম্যাচ খেলে দুটিতে জিতে রংপুর ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচ খেলে সব কটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ঢাকা ডায়নামাইটস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App