×

খেলা

রোনালদোর ডিএনএ পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৯, ০৩:৩৫ পিএম

রোনালদোর ডিএনএ পরীক্ষা
সমস্যা যেন পিছু ছাড়ছে না জুভেন্টাসের পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত বছর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন আমেরিকান শিক্ষিকা ক্যাথরিন মায়োরগা। জোরপূর্বক ধর্ষণের কারণে ইত্যেমধ্যে রোনালদোর বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। লাস ভেগাস পুলিশ সেটি নিয়ে অনেক দিন আগে থেকেই তদন্ত করছে। তদন্ত করতে গিয়ে তারা মায়োরগার পোশাকে নতুন এক ধরনের ডিএনএ খুঁজে পেয়েছে। তাই এবার পর্তুগিজ ফুটবলারের ডিএনএ পরীক্ষা করতে চায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সেজন্য লাস ভেগাস পুলিশ রোনালদোর ডিএনএ চেয়ে ইতোমধ্যে পরোয়ানাও জারি করেছে। তাদের উদ্দেশ্য- ওই ডিএনএর সঙ্গে রোনালদোর ডিএনএ মিলিয়ে দেখা। ঘটনার শুরু ২০০৯ সালে। সেবার আমেরিকা সফরে গিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। লাস ভেগাসের একটি হোটেলে তখন এক পার্টিতে মায়োরগার সঙ্গে পরিচয় হয়েছিল তার। সেখানেই নাকি মায়োরগাকে ধর্ষণ করেন রোনালদো। তারপর কেটে গেছে দীর্ঘ ৯ বছর। এ বিষয়ে দীর্ঘদিন কিছু না বললেও গত বছরের মাঝামাঝি তা নিয়ে মুখ খোলেন আমেরিকান শিক্ষিকা। রোনালদোর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, রোনালদো আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছিল। আমি এর সুষ্ঠু বিচার চাই। এদিকে সুষ্ঠুভাবে বিচারকার্য সম্পাদনের জন্য লাস ভেগাস পুলিশ এরই মধ্যে ডিএনএ পরোয়ানা ইতালিয়ান কর্তৃপক্ষকে পাঠিয়েছে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইতালিয়ান পুলিশ এখন রোনালদোর ডিএনএ সংগ্রহ করে লাস ভেগাস পুলিশকে পাঠাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App