×

খেলা

বিপিএলের প্রথম সুপার ওভারে চিটাগংয়ের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৯, ০৭:১০ পিএম

বিপিএলের প্রথম সুপার ওভারে চিটাগংয়ের জয়

চিটাগাং ভাইকিংসের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত পাঁচ আসরে সুপার ওভারে গড়ায়নি কোনো ম্যাচ। বিপিএলের চলমান ষষ্ঠ আসরের ১১তম ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

ঐতিহাসিক সুপার ওভারের এই ম্যাচে ১ রানে জিতে যায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগাং ভাইকিংস। দলের জয়ে ব্যাটে বলে অসাধারণ নৈপু্ণ্য দেখান রবি ফ্রাঙ্কলিং। দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটারের অলরাউন্ড নৈপুণ্যে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পায় চিটাগাং।

আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস।

টার্গেট তাড়া করতে নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১৫১ রানেই গুটিয়ে যায় চিটাগাং ভাইকিংস।

ম্যাচের জয়ী দলকে বেছে নিতে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে চিটাগাং ভাইকিংস ১ উইকেটে সংগ্রহ করে ১১ রান।

টার্গেট তাড়া করতে নেমে ফ্রাঙ্কলিংয়ের নিয়ন্ত্রণ বোলিংয়ের সামনে ১ উইকেট হারিয়ে ১০ রানের বেশি করতে পারেনি খুলনা টাইটানস।

১ রানের জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে মুশফিকের নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে নিজেদের চার খেলায় সবকটিতে হেরে বিপিএলের দ্বিতীয় রাউন্ডের পথে পিছিয়ে গেল খুলনা টাইটানস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App