কনুইয়ে পুরনো ব্যথাটা নতুন করে চাড়া দেয়ায় ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন স্টিভেন স্মিথ। যাওয়ার সময় আভাস দিয়েছিলেন, স্বদেশে চেকআপ করে পজিটিভ মনে হলে ফের বিপিএল খেলতে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না।
অস্ট্রেলিয়া গিয়েই বিশেষজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হন স্মিথ। তারা তার কনুইয়ের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। তাকে অপারেশন করাতেই হবে।
শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) মুখপাত্র জানিয়েছেন, স্মিথের অপারেশন লাগবে। মোটেই বিলম্ব করা যাবে না। সব ঠিক থাকলে আসছে মঙ্গলবার ডান কনুইয়ের লিগামেন্টের অপারেশন করবেন তিনি। অস্ত্রোপচার শেষে কাঁধের সঙ্গে হাত ঝুলিয়ে রাখতে হবে। মাঠে ফিরতে অন্তত ছয় সপ্তাহ লাগবে।
বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছিলেন স্মিথ। এবারই প্রথম বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলতে এসেছিলেন। তবে টুর্নামেন্টটা সুখকর হলো না তার। অনুশীলনে কনুইয়ে ব্যথা পান তিনি। অবশেষে ফিরে যেতে হল দেশে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।