×

আন্তর্জাতিক

মেক্সিকোর সীমান্তবর্তী শহরে গোলাগুলিতে ২১ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০৫:৩৯ পিএম

মেক্সিকোর সীমান্তবর্তী শহরে গোলাগুলিতে ২১ জন নিহত
যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর একটি শহরে সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় ২১ জন নিহত হয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পক্ষে সমর্থনের জন্য যে এলাকায় সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট; এ ঘটনাটি ঘটেছে তারই ৯০ কিলোমিটার দূরে। রয়টার্স বলছে, তামাউলিপাস প্রদেশের সিউদাদ মিগুয়েল আলেমান শহরে বুধবার ওই মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। এর আগের দিন টেক্সাসের ম্যাকঅ্যালেন নগরী সফর করেন ডোনাল্ড ট্রাম্প। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। নিহতদের মধ্যে ১৭ জনের দেহ দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। ছবি দেখে বোঝা যাচ্ছে; নিহতদের চেহারা খুব বীভৎস হয়ে গেছে। তাদের অনেককেই চেনা যাচ্ছে না। দীর্ঘদিন ধরেই সীমান্ত দেয়াল নির্মাণের তহবিল বরাদ্দ নিয়ে বিরোধে অচলাবস্থা চলছে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায়। ট্রাস্প বলেছেন, দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া কোনও অর্থবিলে স্বাক্ষর করবেন না। আর ডেমোক্রেটরা জনগণের করের টাকায় তার প্রতিশ্রুতি পূরণ করতে দেবেন না বলে জানিয়েছেন। সরকারের এই অচলাবস্থা নিরসনে ও দেয়াল নির্মাণের আর্থিক ব্যয় নির্বহে প্রয়োজনে ‘জরুরি অবস্থা’ জারি করা হবে বলে ম্যাকঅ্যালেন নগরী সফরের সময় হুমকি দিয়েছেন ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App