×

জাতীয়

পার্বতীপুরে তুচ্ছ ঘটনায় দুই নারীর সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০৬:৩৫ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই নারীর সংঘর্ষে নুর বানু (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের কুসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্বতীপুর মডেল থানায় নিহতের স্বামী আবু তালেব বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছেন। মামলা হওয়ার পর পুলিশ ঘাতক সৈয়দা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে।

জানা যায়, আব্দুল হান্নানের বসতবাড়িতে লাগানো গাছের ডাল কাটতে গাছে ওঠেন প্রতিবেশী আবু তালেব। এ সময় আবু তালেবের স্ত্রী নুর বানু ও আব্দুল হান্নানের স্ত্রী সৈয়দা বেগমের মধ্যে ঝগড়া বেঁধে যায়। সৈয়দা ও তার মেয়ে লিপি খাতুন নুর বানুকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা হাসপাতালে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App