×

আন্তর্জাতিক

ইয়েমেনে প্যারেড অনুষ্ঠানে হুথি ড্রোন হামলায় নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০১৯, ০৬:০২ পিএম

ইয়েমেনে প্যারেড অনুষ্ঠানে হুথি ড্রোন হামলায় নিহত ৬

ছবি: সংগৃহিত

ইয়েমেনে সেনাবাহিনীর প্যারেড অনুষ্ঠানে হুথি ড্রোন হামলায় ৬ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সেনা প্রধানসহ বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ইয়েমেনের দক্ষিণাংশের শহর আল-আনাদের একটি বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়েমেনের ইয়েমেনের দক্ষিণাংশের শহর আল-আনাদের একটি বিমান ঘাঁটিতে সেনাবাহিনীর প্যারেড চলাকালে হঠাৎ করেই চারপাশ বিকট শব্দে কেঁপে ওঠে। দেশটির সেনা প্রধানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানান তারা। হামলায় সেনা প্রধানসহ বেশ কয়েকজন সেনা সদস্য গুরুতর আহত হন।

এই ড্রোন হামলার ঘটনায় স্থানীয় একটি সাহপাতালের বরাত দিয়ে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

হুথি নেতা আবদুল মালিক আল-হুথি সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে যুদ্ধের অংশ হিসেবে ২০১৭ সালে ক্ষেপনাস্ত্র এবং ড্রোন ব্যবহারের ঘোষনা দেন। এর ধারাবাহিকতায় দলটি তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পাঁচটি মডেলের ড্রোন রাখার দাবি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App