×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত তিন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ১০:৫৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত তিন কেন্দ্রে চলছে ভোট গ্রহণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্থগিত তিনটি কেন্দ্রে আজ চলছে ভোট গ্রহণ।বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশ আর ভোটারদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। আশুগঞ্জ উপজেলার বাহারদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে ২০টি বুথে ভোটগ্রহণ চলছে। কেন্দ্র তিনটিসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ভোট গ্রহণের পরিবেশ সুষ্ঠু, ভোটারদের নিরাপত্তা বিধান ও ভোট প্রদান নিশ্চিত করতে প্রশাসন ৫০০ পুলিশ ও ১০০ আনসার সদস্য মোতায়েন করেছে। এ ছাড়া ১০০ বিজিবি সদস্য ও র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে। জানা গেছে, প্রতি কেন্দ্রে একজন সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে ৩০ জন পুলিশ ও ৩৫ জন আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। গত ৩০ ডিসেম্বর এ আসনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App