×

খেলা

চেলসি ছেড়ে মোনাকোতে ফ্যাব্রিগাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ০৪:৪০ পিএম

চেলসি ছেড়ে মোনাকোতে ফ্যাব্রিগাস
নিজের ৫০০তম ম্যাচের দিন অশ্রুসিক্ত নয়নে ইংলিশ ফুটবলকে বিদায় জানালেন চেলসির কিংবদন্তিতে পরিণত হওয়া সেস ফ্যাব্রিগাস। চেলসি ছেড়ে ফরাসি ক্লাব মোনাকোতে তিন বছরের চুক্তিতে পাড়ি জমান সাবেক বিশ^কাপ জয়ী এই ফুটবলার। ইংলিশ ফুটবলে চেলসির হয়ে এফএ কাপের ম্যাচ খেলেই স্টামফোর্ড ব্রিজ তথা ইংলিশ ফুটবলকে বিদায় জানান ফ্যাব্রিগাস। ইংলিশ ফুটবলে ফ্যাব্রিগাস প্রথম আসেন ২০০৩ সালে। আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালে যোগ দিয়েই ধীরে ধীরে হয়ে ওঠেন দলের মূল কাণ্ডারি। এক সময়ে তার হাতে চলে আসে আর্সেনালের অধিনায়কের আর্মব্যান্ডও। কিন্তু ২০১১ সালে নিজের শৈশবের ক্লাব বার্সেলোনায় যোগ দেন ফ্যাব্রিগাস। তিন বছর বার্সেলোনায় থেকে জেতেন ৬ ট্রফি। এরপরই আবার ফেরেন ইংলিশ ফুটবলে। তবে এবার আর্সেনালে নয়, যোগ দেন চেলসিতে এবং চেলসির হয়ে কাটান ৫টি মৌসুম। শেষ ম্যাচে গোলের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু একটু বেশিই আবেগতাড়িত হয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই স্প্যানিশ তারকা। ম্যাচের ৮৫ মিনিটে সারি তাকে উঠিয়ে নিলে কান্না ধরে রাখতে পারেননি এই কিংবদন্তি ফুটবলার। ইংলিশ ফুটবলে ৫০০ ম্যাচ খেলে ৮১ গোল করেন ফ্যাব্রিগাস, সঙ্গে ছিল ১৪৯ গোলের এসিস্ট। সবচেয়ে দ্রুততম সময়ে প্রিমিয়ার লিগে ১০০ এসিস্ট করে গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখান ফ্যাব্রিগাস। তা ছাড়া প্রিমিয়ার লিগ ইতিহাসে স্প্যানিশ খেলোয়াড়দের ভেতর সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে। এমন মাইলফলক স্পর্শ করা যে কোনো ফুটবলারের জন্য অনেক গর্বের। কিন্তু এমন গর্বময়তার পরও অশ্রুসিক্ত নয়নে স্টামফোর্ড ব্রিজ তথা ইংলিশ ফুটবলকে বিদায় জানান ফ্যাব্রিগাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App