×

আন্তর্জাতিক

ভারতে চলছে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ১০:১০ পিএম

ভারতে চলছে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট

ভারতে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট

ভারতে চলছে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘট। ট্রেড ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের প্রথম দিনেই দেশটির কয়েকটি রাজ্যে স্বাভাবিক জীবন বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও কেরালা রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পশ্চিমবঙ্গের অনেক স্থানে বাস ভাংচুর ও টায়ারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও কেরালা রাজ্যে বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরীর পাশাপাশি ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।

ভারতের সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন (সিটিইউ) দেশজুড়ে এ ধর্মঘটের ডাক দিয়েছে। দেশটির ২০ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।

আজ ধর্মঘটের প্রথম দিনে ওই তিন রাজ্যের কয়েকটি স্থানে ধর্মঘট সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ধর্মঘটে পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App