×

খেলা

ভারতেই হবে আইপিএলের ১২তম আসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ১০:০১ পিএম

ভারতেই হবে আইপিএলের ১২তম আসর

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসরের সব ম্যাচ ভারতেই অনুষ্ঠিত হবে। আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ভারতের আসন্ন জাতীয় নির্বাচনের কারণে টুর্নামেন্টের কিছু ম্যাচ দেশের বাইরে আয়োজন করার কথা চিন্তা করা হয়েছিল। তবে সে চিন্তা থেকে সরে এসে সব ম্যাচই নিজ দেশে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আর মাস দুয়েক বাকী থাকলেও এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি। ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, 'সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলাপ-আলোচনা করেই আইপিএলের সূচি নির্ধারণ করা হবে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেটের ১২তম আসর ভারতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এখন পর্যন্ত দুই বার ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ এবং ২০১৪ সালে। ২০০৯ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ও ২০১৪ সালে কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সানরাইজার্স হায়দরাবাদে খেলবেন সাকিব আল হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App