×

জাতীয়

বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোতে শ্রমিকদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ০২:১০ পিএম

বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন, বদলি বাণিজ্য বন্ধ ও শ্রমিকদের জরিমানা বন্ধসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর খিলক্ষেত এলাকায় বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোতে বিক্ষোভ করছেন চালক ও শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডিপোর প্রধান ফটক বন্ধ করে ভেতর থেকে তালা ঝুলিয়ে দেন শ্রমিকরা। ডিপোর ব্যবস্থাপক মো. নূর আলম বলেন, বিক্ষোভের কারণে মঙ্গলবার সকাল থেকে সব কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শ্রমিকরা বলেন, ডিপোর প্রায় ৪০০ শ্রমিক ৯ মাস ধরে বেতন পায় না। এছাড়াও বদলি বাণিজ্য এবং কারণে- অকারণে জরিমানা করা হয় বলেও অভিযোগ তাদের। জোয়ার সাহারা ডিপো থেকে টঙ্গী-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল, কুড়িল বিশ্বরোড-পাঁচদোনা রুটের একতলা ও দ্বিতল বাস চলাচল করে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে এ ডিপোর বাস চলাচল করে। ধর্মঘটের কারণে এসব বাস বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App