×

জাতীয়

শ্রীনগরে লাশবাহী এ্যাম্বুলেন্সসহ একাধিক গাড়ীতে ছিনতাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ০৪:৪৯ পিএম

শ্রীনগরে লাশবাহী এ্যাম্বুলেন্সসহ একাধিক গাড়ীতে ছিনতাই
মুন্সীগঞ্জের শ্রীনগরে লাশবাহী এ্যাম্বুলেন্সসহ একাধিক গাড়ী থামিয়ে ছিনতাই করেছে দুর্বৃত্তরা। উপজেলার শ্রীনগর-তন্তর-নওপাড়া নামক পাকা সড়কের পাটাভোগ কালভার্টের উপরে এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে। সূত্রমতে জানাযায়, ৭ জানুয়ারী সোমবার ভোর ৪ টার দিকে ওই স্থানে লাশবাহী এ্যাম্বুলেন্স, বাউল শিল্পীদের মাইক্রোবাস, সবজি বিক্রেতা ও জেলেদের মারধর করে মাছসহ টাকা পয়সা লুট করেছে ছিনতাইকারীরা। সবজি বিক্রেতা বিবন্দী এলাকার মোঃ হবি মিয়া (৬৫) জানান, আমি ও আমার ছেলে হাদি মিয়া সবজি বিক্রি করি। আড়ৎ থেকে সবজি নিয়ে আসার সময় পাটাভোগ কালভার্টে আসলে ৭-৮ জন দেশীয় অস্ত্রসস্ত্র হাতে আমাদের ভ্যান থামিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার ৬০০ শত টাকা ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের হাতে থাকা রামদা দিয়ে ছেলেকে আঘাত করে পালিয়ে যায়। এর পর জানতে পারি থামানো এ্যাম্বুলেন্স, বাউল শিল্পীদের মাক্রোবাস ও জেলেদের মাছের গাড়ীসহ সবাই ছিনতাই এর স্বীকার হয়েছে। তিনি আরো জানান, উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের আনোয়ার ভাষানীর মরদেহ রেখে ঢাকার দিকে যাচ্ছিল এ্যাম্বুলেন্সটি। অপর একটি সূত্র জানায়, ঐস্থানে ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটে থাকে। মাঝে মধ্যেই বেবী, ট্রেক্সি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে এমনকি পথচারীরাও রেহাই পায়না ওদের কাছ থেকে। গত ৮ ডিসেম্বর রাত ১০ টার দিকে ঐস্থানে একই কায়দায় ছিনতায়ের ঘটনা ঘটেছে। গত ১০ ডিসেম্বর উপজেলা আইন-শৃংখলা সভায় কুকুটিয়া ইউপি চেয়ারম্যান ও তন্তর ইউপি চেয়ারম্যান ছিনতাইয়ের বিষয়টি উল্লেখ করেন। আইন-শৃংখলা সভার সভাপতি ইউএনও মোঃ জাহিদুল ইসলাম গুরুত্ব সহকারে ছিনতাই প্রতিরোধে শ্রীনগর থানার ওসিকে নির্দেশ দেন। এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা বলেন, এধরনের ঘটনার স্বীকার হলে ভুক্তভোগীরা পুলিশকে জানাবে। বিষয়টি আমার জানা নেই। ভিক্টিমদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। শ্রীনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ ইউনুচ আলী জানান, এতোদিন আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আইন-শৃংখলার দিকে জোর দিয়েছি। ছিনতাই, মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি কিছুই রাখবো না। আগামী ১৫ দিনের মধ্যে সব ধরে ফেলবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App