×

অর্থনীতি

বছরের শুরুতে আশা জাগাচ্ছে পুঁজিবাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৯, ১২:০০ পিএম

বছরের শুরুতে আশা জাগাচ্ছে পুঁজিবাজার
নতুন বছরের শুরুতে পুঁজিবাজারের পালে হাওয়া লেগেছে। টানা ঊর্ধ্বমুখী সূচক ও লেনদেন। সদ্য বিদায়ী ২০১৮ সালজুড়ে পুঁজিবাজারের সূচক, লেনদেন, বিদেশি বিনিয়োগ, বাজার মূলধনসহ গুরুত্বপূর্ণ সব সূচকের পতন ছিল চোখে পড়ার মতো। যদিও গত বছর পুঁজিবাজারের অন্যতম সাফল্য ছিল কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা জোটের অন্তর্ভুক্তি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন বছরের শুরুতে পুঁজিবাজারের এই চাঙ্গাভাব আশা জাগাচ্ছে বিনিয়োগকারীদের। বছরের প্রথম দিন থেকে গতকাল টানা ৪র্থ কার্যদিবস পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে সূচক ও লেনদেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। সর্বশেষ লেনদেন শেষে পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬ কোটি ৭৬ লাখ ৭৬ হাজার টাকায়। যা ডিএসইতে সাড়ে ৩ মাস বা ৭৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪ কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৪০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এদিকে বছরের শুরুতে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ভোরের কাগজকে বলেন, ‘মর্নিং শোজ দ্য ডে’ অর্থাৎ দিনটি কেমন যাবে তা সকাল দেখলে বোঝা যায়। বছরের শুরুতে পুঁজিবাজারের এই চাঙ্গাভাব সারা বছর বজায় থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে বিনিয়োগকারীদের মনে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে। মানুষ নতুন করে আবারো পুঁজিবাজারমুখী। আশা করছি নতুন বছরে নতুন সরকার পুঁজিবাজার উন্নয়নে কার্যকর ভ‚মিকা রাখবে। এর ফলে বিনিয়োগকারীদের মনে নতুন করে আশার সঞ্চার হবে। ২০১৮ সালে পুঁজিবাজারের অধিকাংশ সূচক নিম্নমুখী থাকলেও ডিএসইর হাত ধরে বছরটিতে প্রায় ১ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। ডিএসইর মালিকানার ২৫ শতাংশ শেয়ার কিনে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে গত বছর যুক্ত হয়েছে চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে গঠিত জোট। তবে চীনা জোটের কাছে শেয়ার বিক্রির বিষয়টি মোটেও সহজ ছিল না। শেষ পর্যন্ত ডিএসইর সদস্যদের অনড় অবস্থানের কারণে চীনের জোটের কাছে শেয়ার বিক্রির অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ বিনিয়োগকারীদের জন্য মোটেই সুখকর বছর ছিল না ২০১৮ সাল। বছরটিতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮৫৯ পয়েন্ট বা ১৪ শতাংশ কমে গেছে। এ সূচক বছরের একপর্যায়ে সর্বোচ্চ ৬ হাজার ৩১৮ পয়েন্টের অবস্থানে উঠলেও বছরের শেষ ভাগে এসে তা সর্বনিম্ন ৫ হাজার ২০৪ পয়েন্টে নেমে আসে। ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ২৪২ কার্যদিবসে ঢাকার বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার ৫৯১ কোটি টাকা। যেখানে ২০১৭ সালে লেনদেন হয়েছিল ২ লাখ ১৬ হাজার ৯৬০ কোটি টাকা। মোট লেনদেন কমে যাওয়ায় দৈনিক গড় লেনদেনের পরিমাণও কমেছে সদ্যবিদায়ী বছরে। ২০১৮ সাল শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কমে নেমে এসেছে ৫৫২ কোটি টাকায়। ২০১৭ সাল শেষে যেখানে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৮৭৫ কোটি টাকা। সেই হিসেবে ২০১৮ সালে এসে দৈনিক গড় লেনদেন কমেছে ৩২৩ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App