×

আন্তর্জাতিক

রাশিয়া,চীন ও ইরানকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ০৬:৩৪ পিএম

রাশিয়া,চীন ও ইরানকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য রাশিয়া, চীন ও ইরানকে বড় হুমকি হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের সরকারি রিপোর্টে যে ২৬টি হুমকির তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এই তিন দেশকে শীর্ষ অবস্থানে রেখেছে ওয়াশিংটন। সূত্র: পার্সটুডে।

ওয়াশিংটনের গভর্মেন্ট অ্যাকাউন্টিবিলিটি অফিস ‘উদীয়মান দীর্ঘমেয়াদী যেসব হুমকির মুখে আমেরিকা’ শিরোনামে ওই রিপোর্টটি তৈরি করেছে। এ অফিস মার্কিন সরকারের চারটি কেন্দ্রীয় সংস্থার মধ্যে জরিপ চালিয়েছে যেখান থেকে ২৬টি হুমকি চিহ্নিত করা হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট নিউজ পত্রিকা তাদের খবরে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি এবং ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই- এই চার সংস্থায় জরিপ চালিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে চীন সম্পর্কে বলা হয়েছে- এ দেশটি কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পদকে কাজে লাগিয়ে আঞ্চলিক এবং বিশ্ব শক্তি হিসেবে দাঁড়াতে চায়।

রাশিয়া সম্পর্কে ওই রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য মস্কো নানামুখী যুদ্ধ-সামগ্রী তৈরি করে হামলার সক্ষমতা বাড়াচ্ছে।

মার্কিন সরকারের ওই প্রতিবেদনে ইরানকে তৃতীয় বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, ইরান তার সামরিক বাহিনী ও গোয়েন্দা শক্তি বাড়াচ্ছে।

এছাড়া ইরান এমন কিছু প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি ও সাইবার যুদ্ধে ব্যবহার করা হবে। মার্কিন এ রিপোর্টে উত্তর কোরিয়াকেও গুরুত্বপূর্ণ হুমকি হিসেবে দেখানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App