×

অর্থনীতি

পুঁজিবাজার থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৯, ১২:২৩ পিএম

পুঁজিবাজার থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে
গত বছর পুঁজিবাজারের মন্দাবস্থার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর-১৮) সরকারের রাজস্ব আদায় পরিমাণ কমেছে। আলোচ্য সময়ে আগের বছরের ছয় মাসের চেয়ে রাজস্ব আদায় কমেছে ৩৫ কোটি ৬১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত বছর দেশের পুঁজিবাজার অনেকটাই মন্দাবস্থার মধ্য দিয়ে গেছে। আর এ কারণেই মূলত সরকার এ খাত থেকে রাজস্ব কম পেয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, পুঁজিবাজার ভালো থাকলে টার্নওভার বৃদ্ধি পায়। এতে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পায়। তেমনি পুঁজিবাজারে মন্দাবস্থা থাকলে এর বিপরীত চিত্র দেখা যায়। তাই সরকারের রাজস্ব বৃদ্ধি করতে এবং দেশের অর্থনীতির উন্নতির জন্য পুঁজিবাজার গতিশীল করার বিকল্প নেই বলে মনে করেন তারা। ডিএসইর তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১০৬ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার টাকা। আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৪২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকা। এ সময়ের ব্যবধানে রাজস্ব আদায় কমেছে ৩৫ কোটি ৬১ লাখ ৫৯ হাজার টাকা। গত ডিসেম্বরে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। নভেম্বরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৫ কোটি ৩৪ লাখ ৮১ হাজার টাকা। এক মাসের ব্যবধানে রাজস্ব কমেছে ৯২ লাখ টাকা। গত ডিসেম্বরে আদায় হওয়া রাজস্বের মধ্যে ব্রোকারেজ হাউস থেকে ৮ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা আদায় হয়েছে। নভেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ১১ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার টাকা। ডিসেম্বরে ব্রোকারেজ হাউস থেকে রাজস্ব ২ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার টাকা কম আদায় হয়েছে। উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট থেকে ডিসেম্বরে আদায় হয়েছে ৫ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকা। নভেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৩ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার টাকা। ডিসেম্বরে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট থেকে রাজস্ব আদায় ২ কোটি ৪ লাখ ৬৩ হাজার বেশি হয়েছে। সরকার দুই ভাবে পুঁজিবাজার থেকে রাজস্ব আদায় করে থাকে। এর মধ্যে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৩ বিবিবি ধারা অনুযায়ী ব্রোকারেজ হাউজ থেকে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ৫৩এম ধারা অনুযায়ী স্পন্সর ও প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে রাজস্ব আদায় করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App