যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের চিফ অব স্টাফ কেভিন সুয়েনেই পদত্যাগ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী জেম ম্যাটিসের পদত্যাগের ঘোষণার একমাস পরেই এই প্রতিরক্ষা কর্মকর্তাও পদত্যাগ করলেন।
এক বিবৃতিতে সুয়েনেই বলেন, ব্যক্তিগত কাজে ফিরে যাওয়ার এটাই সঠিক সময়। পেন্টাগনের তৃতীয় ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি পদত্যাগ করলেন। তার আগে আরও দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন।
২০১৭ সালের জানুয়ারিতে চীফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন সুয়েনেই। প্রায় দু’বছর তিনি ওই পদে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বকে তিনি নিজের জন্য সম্মানজনক বলে উল্লেখ করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।