পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে রাজধানীর উত্তরার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ একাধিক দাবিতে রবিবার সকাল ৯টার দিকে বিভিন্ন গার্মেন্সের শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন।
বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, সকাল ৯টার দিকে উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের কয়েকশ’ শ্রমিক রাস্তায় নেমে আসে। তারা উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকে শ্রমিকেরাও এ বিক্ষোভে যোগ দিতে শুরু করেছে বলে জানা গেছে।
মিজানুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু কিছু যানবাহন উত্তরার বিভিন্ন সেক্টরের ভেতর দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।
এর আগে শনিবার বিকেলেও রাস্তা বন্ধ বিক্ষোভ করে পোশাক শ্রমিকেরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।