×

আন্তর্জাতিক

সৈয়দ আশরাফের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগসহ বিভিন্ন সংগঠনের শোক ও দোয়া মাহফিল

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ১১:১৯ এএম

সৈয়দ আশরাফের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগসহ বিভিন্ন সংগঠনের শোক ও দোয়া মাহফিল
সৈয়দ আশরাফের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগসহ বিভিন্ন সংগঠনের শোক ও দোয়া মাহফিল
সৈয়দ আশরাফের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগসহ বিভিন্ন সংগঠনের শোক ও দোয়া মাহফিল
সৈয়দ আশরাফের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আ.লীগসহ বিভিন্ন সংগঠনের শোক ও দোয়া মাহফিল
আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাস্ট্র আওয়ামীলীগ, স্টেট আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন। এছাড়া মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে নিউইয়র্কে দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ।মাহফিলে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এবং মাহফিল পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন দেওয়ান। মাহফিলে মিলাদ পরিচালনা করেন মওলানা বজলুর রহমান এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী সহ দলের অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাহবুবুর রহমান ও মহিউদ্দিন দেওয়ান মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের জীবনের বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরে বলেন, তার মৃত্যুতে দল ও দেশ একজন সত্যিকারের দেশপ্রেমিক, আদর্শবান, সৎ মানুষকে হারালো। তারা বলেন, তার শূন্যতা পুরণ হবার নয়। তিনি তার কীর্তির মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। দোয়া মাহফিলে উল্লেখযোগ্য নেতা-কর্মীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, উপদেষ্টা ডাঃ মাসুদুর হাসান ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী সম্পাদক সোলায়মান আলী, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী পরিষদ সদস্য সরাফ সরকার, জহিরুল ইসলাম, শামসুল আবেদিন, আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবুল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক ও রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ ও সহ সাধারণ সম্পাদক এই এম ইকবাল, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কমিউনিটি নেতা আকতার হোসেন, শাহাদৎ হোসেন, কাজী তোফায়েল ইসলাম, মফিজুল ইসলাম রুমী, নাজিম উদ্দিন, মহসিন খান, নাজমুল সরোয়ার, শাহানুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া, আখতার হোসেন, রনি দেওয়ান, দেলোয়ার হোসেন দেলু, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, কুইন্স যুবলীগের সভাপতি নান্টু মিয়া সহ আরো অনেকে এদিকে জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম, এমপি- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ। এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি মুজিবুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক শাহীন আজমল জানান সৈয়দ আশরাফের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতি এক কিংবদন্তী-কে হারাল। বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের অত্যন্ত সুযোগ্য পুত্র সৈয়দ আশরাফ ছিলেন পুরোদস্তুর সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা। দলের প্রতি তার যে আনুগত্য ছিল তাও যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনিতিতে উদাহারণ হয়ে থাকবে। নেতারা আরও জানান, এক এগারোর সময় আওয়ামী লীগের দুঃসময়ে তিনি দলের হাল ধরেছিলেন এবং দল ও দলের নেতৃত্বের প্রতি ছিল তার অগাধ আস্থা ও বিশ্বাস। তারা এই কিংবদন্তী রাজনীতিবিদের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তায় সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র। এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে সভাপতি ড. নূরুন নবী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী জানান জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন মহৎ-প্রাণ, সৎ, নীতিবান ও দেশপ্রেমিক এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নেতৃবৃন্দ আরও জানান, এক এগারোর সময় আওয়ামী লীগের দুঃসময়ে তিনি দলের হাল ধরেছিলেন এবং দল ও দলের নেতৃত্বের প্রতি ছিল তার অগাধ আস্থা ও বিশ্বাস। বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃবৃন্দ এই কিংবদন্তী রাজনীতিবিদের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App