×

আন্তর্জাতিক

সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ডের বিচার ‘যথেষ্ট নয়’ : জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ১২:৩১ পিএম

সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ডের বিচার ‘যথেষ্ট নয়’ : জাতিসংঘ
সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের বিচার ‘যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় চলমান বিচারের স্বচ্ছতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি গতকাল শুক্রবার বলেছেন, খাসোগি হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক মহলের সংশ্লিষ্টতায় একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একইসঙ্গে তিনি অভিযুক্তদের জন্য মৃত্যুদণ্ডের আবেদনের বিরোধিতা করেন। এর আগে গত বুধবার রাজধানী রিয়াদে খাসোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ সন্দেহভাজন আসামিকে ফাঁসির সুপারিশ করেছে দেশটির সরকারি আইনজীবীরা। পরদিন বৃহস্পতিবার হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনের বিচার শুরু করেছে সৌদি আরব। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রথম দফা শুনানি শেষ হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে সরকারি আইনজীবীরা দাবি করেন, খাসোগিকে বুঝিয়ে-শুনিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকজন সৌদি এজেন্টকে ইস্তাম্বুল পাঠানো হয়েছিল। কিন্তু শৃঙ্খলাভঙ্গকারী ওই সৌদি এজেন্টরা তাকে হত্যা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App