×

তথ্যপ্রযুক্তি

মাইলফলকে শাওমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ০৫:০৩ পিএম

মাইলফলকে শাওমি
শাওমির স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট শাওএআই ১০ কোটি অ্যাক্টিভেশনের মাইলফলক ছুঁয়েছে।শাওমির চেয়ারম্যান লেই জুন এক উইবো পোস্টে শাওমির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড প্ল্যাটফর্মের ভাইস প্রেসিডেন্ট ড. কুই বাচির বরাত দিয়ে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।চীনের বাজারে স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্টের সংখ্যা অনেক। কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যামাজন অ্যালেক্সা ও অ্যাপলের সিরির গ্রহণযোগ্যতা দেশটি বেশ কম। এর অন্যতম কারণ হলো ভাষাগত পার্থক্য। তাই দেশটিতে চীনা ভাষায় কমান্ড অনুসরণ করা শাওএআইয়ের জনপ্রিয়তা বেশি।গত বছর উন্মোচন করা শাওএআইয়ের সঙ্গে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টটির বেশ মিল রয়েছে। অ্যাপ চালু করা, ছবি তোলা, মেনু অনুবাদ করা, আবহাওয়ার তথ্য দেওয়াসহ বিভিন্ন কমান্ড অনুসরণ করতে পারে এটি।ফোন ও স্মার্ট স্পিকার ছাড়াও ভয়েস অ্যাসিস্ট্যান্টটি স্মার্ট হোম প্রোডাক্টে কাজ করে। যেমন লাইট অন করা,ভ্যাকুয়াম রোবট চালু করা ইত্যাদি।শাওমির দেওয়া তথ্য মতে, স্মার্ট স্পিকারটির অ্যালার্মে প্রতিদিন আট লাখ ৫৩ হাজার ব্যবহারকারী ঘুম থেকে ওঠেন। এর মাধ্যমে আইওটি ডিভাইস নিয়ন্ত্রণ করে ঘরের কাজ করেন আট লাখ ব্যবহারকারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App