×

জাতীয়

মন্ত্রিত্বের দৌড়ে দেড় শতাধিক এমপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৯, ০১:৪৫ পিএম

মন্ত্রিত্বের দৌড়ে দেড় শতাধিক এমপি
‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিত্বের সোনার হরিণ ধরার পেছনে ছুটছেন অন্তত দেড় শতাধিক এমপি। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেতে আগ্রহী দলীয় টিকেটে বিজয়ীদের অনেকেই। দৌড়ে পিছিয়ে নেই ১৪ দল ও মহাজোটের শরিক দলের নেতারাও। মন্ত্রী হওয়ার দৌড়ঝাঁপে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। এমনকি এমপি হওয়ার টিকেট না মিললেও টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার তদবির করছেন কেউ কেউ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জন করে মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া যায় কিনা- এমন জোর লবিং চালিয়ে যাচ্ছেন তারা। তবে জাতীয় পার্টি বিরোধী দলে থাকলেও মন্ত্রিত্বে থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সূত্রমতে, মন্ত্রী-প্রতিমন্ত্রী পদ প্রত্যাশীরা ইতোমধ্যে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর খুব কাছের ও বিশ্বস্ত ব্যক্তিদেরও দ্বারস্থ হচ্ছেন তারা। দলের শীর্ষ নেতাদের বাসা ও কার্যালয়ে চলছে ধরনা। এমন দৌড়ে রয়েছেন দশম মন্ত্রিসভার অনেকেই। এ ছাড়া অপেক্ষাকৃত তরুণ, আগেও সংসদে ছিলেন, কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই মেলেনি, তারাও দৌড়াচ্ছেন মন্ত্রিত্বের আশায়। বসে নেই সমালোচিত, সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরাও। অবশ্য নতুন মন্ত্রিসভায় কারা আসছেন এই আভাস না দিলেও চমকের মন্ত্রিসভার কথা উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন মন্ত্রিসভা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ যেমন বড় জয় পেয়েছে, তেমনি নতুন মন্ত্রিপরিষদেও কিছু চমক থাকতে পারে। এর আগে একাধিকবার ওবায়দুল কাদের আলোচিত, সমালোচিতদের মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দলের একাধিক নেতা জানিয়েছেন, এবারের মন্ত্রিসভা হবে রাজনীতিনির্ভর। সরকারের ভিশন বাস্তবায়নে দক্ষ এবং যোগ্যরাই দায়িত্ব পাবেন। জেলায় জেলায় সমর্থকদের সংবাদ সম্মেলন : জেলায় জেলায় সংবাদ সম্মেলন করে নিজ নিজ সংসদ সদস্যকে মন্ত্রী করার দাবি জানাচ্ছেন দলীয় সমর্থকরা। কুমিল্লা-১ আসনের এমপি সুবিদ আলীকে মন্ত্রী করার দাবিতে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ। আমাদের দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মামুন চেয়ারম্যান বলেন, গত ১০ বছর সংসদ সদস্য হিসেবে সুবিদ আলী দাউদকান্দি ও মেঘনা উপজেলায় শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এমন একজন যোগ্য এমপিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি জানান, এ আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুকে আবারো মন্ত্রী হিসেবে পাওয়ার প্রত্যাশা এলাকাবাসীর। এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, এ আসনটি বরাবরই ভিআইপি আসন হিসেবে পরিচিত। এ আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন। এবারো একজন সুযোগ্য ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে উন্নয়নের স্বার্থে এলাকাবাসীর প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামসুল হক টুকুকে মন্ত্রিত্ব দেবেন বলে আশা করছি। বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবুল হাসানাত আবদুল্লাহকে পুনরায় মন্ত্রী করার দাবি দক্ষিণাঞ্চলবাসীর। আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, গৌরনদী-আগৈলঝাড়াসহ দক্ষিণাঞ্চলে চার পুরুষ ধরে জনগণের সেবা করে আসছে আবুল হাসানাত আবদুল্লাহর পরিবার। পদ্মা থেকে পায়রা পর্যন্ত ব্যাপক উন্নয়নযজ্ঞের কিং মেকার আবুল হাসানাত আবদুল্লাহ। এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ গৌরনদী-আগৈলঝাড়াসহ গোটা দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে আবুল হাসানাত আবদুল্লাহকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জন্য বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা দক্ষিণাঞ্চলবাসী দাবি জানাচ্ছি। শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী। এ বিষয়ে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন বলেন, শেখ হাসিনার কাছে আমাদের প্রত্যাশা ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল ভাইকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পদ দিয়ে শিবগঞ্জবাসীর আশা পূর্ণ করবেন। সোনাতলা (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে তৃতীয়বারের মতো নির্বাচিত এমপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানকে মন্ত্রী করার দাবিতে বুধবার এক সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা। শেরপুর-১ (সদর) আসন থেকে এবারসহ টানা ৫ বারের নির্বাচিত এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিককে মন্ত্রী করার দাবি উঠেছে। টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের তারুণ্যের প্রতীক হাছান ইমাম খান সোহেল হাজারীকে কালিহাতীবাসী মন্ত্রী হিসেবে দেখতে চায় বলে আমাদের প্রতিনিধি জানান। পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যাপক ভোটে বিজয়ী হ্যাটট্রিক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সকে মন্ত্রীর দায়িত্ব দেয়ার দাবি উঠেছে। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নির্বাচিত এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীকে মন্ত্রী করার দাবিতে গতকাল শুক্রবার সোনাতলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রমেশ চন্দ্র সেনকে মন্ত্রিপরিষদে স্থান দেয়ার জোর দাবি ওঠেছে ঠাকুরগাঁওয়ে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বলেন, নির্বাচনী প্রচারণার জন্য যেখানেই গিয়েছি সেখানেই মানুষ প্রত্যাশা জানিয়েছে রমেশ চন্দ্র সেন বিপুল ভোটে বিজয়ী হয়ে মন্ত্রিপরিষদে স্থান পাবেন। দলে তার অনেক অবদান রয়েছে। পটুয়াখালী-৪ আসনে নবনির্বাচিত এমপি মহিব্বুর রহমান মহিবকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে মন্ত্রিসভায় কারা আসবেন এ ব্যাপারে ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। তিনি যাকে যে দায়িত্ব দেবেন, দল এবং দেশের স্বার্থে সবাই সেই দায়িত্ব পালন করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App