×

খেলা

সাত অধিনায়কের একই স্বপ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ০৪:২২ পিএম

সাত অধিনায়কের একই স্বপ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু হয় ২০১৩ সালে। এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির ৫টি আসর। টুর্নামেন্টটির ষষ্ঠ আসর আয়োজন নিয়ে হয়েছে অনেক নাটকীয়তা। অবশেষে সমস্ত নাটকীয়তার অবসান ঘটিয়ে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগের দুই আসরে রাজশাহী কিংসের অধিনায়কত্বের দায়িত্ব ছিল ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামির কাঁধে। তবে এবারের আসরে খেলছেন না স্যামি। এ ছাড়া আগের আসরে আইকন হিসেবে খেলা মুশফিকুর রহিমকে ছেড়ে দিয়ে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দলটি। ফলে কে হবেন দলটির অধিনায়কÑ তা নিয়ে তৈরি হয় নানান প্রশ্ন। অবশেষে সব প্রশ্নের উত্তর পাওয়া গেল গতকাল। বিগত কয়েক বছর ধরে সব ফরম্যাটের ক্রিকেটে জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজই পেয়েছেন বিপিএলের ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের অধিনায়কত্বের দায়িত্ব। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন মিরাজ। এ ছাড়া বিপিএলের ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সকে মাশরাফি বিন মুর্তজা, চিটাগং ভাইকিংসকে মুশফিকুর রহিম, ঢাকা ডায়নামাইটসকে সাকিব আল হাসান, খুলনা টাইটান্সকে মাহমুদউল্লাহ রিয়াদ, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে তামিম ইকবাল এবং সিলেট সিক্সার্সকে ডেভিড ওয়ার্নার নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে গণমাধ্যমে ৭ দলের অধিনায়কই জানিয়েছেন শিরোপা জয়ের লক্ষ্যের কথা। তবে কার হাতে উঠবে শিরোপা সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ৮ ফেব্রুয়ারি। বিপিএলের ষষ্ঠ আসরে ৭ দলের আইকন ক্রিকেটাররা হলেন মাশরাফি বিন মুর্তজা (রংপুর রাইডার্স), সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস), তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), মোস্তাফিজুর রহমান (রাজশাহী কিংস), মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স), লিটন দাস (সিলেট সিক্সার্স) ও মুশফিকুর রহিম ( চিটাগং ভাইকিংস)। এবারের বিপিএলে বেশ শক্তিশালী দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাশরাফি ছাড়াও দলটিতে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালক্স হেলস ও রবি বোপারার মতো বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি রয়েছেন নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন ও সোহাগ গাজীর মতো দেশি ক্রিকেটাররা। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসে রয়েছেন সুনীল নারাইন, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল ও কেইরন পোলার্ডের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট। রাজশাহীতে অবশ্য দেশি ক্রিকেটারদের সংখ্যাই বেশি। দলটিতে আছেন মোস্তাফিজ, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটার। সিলেটে নাসির, সৌম্য ও লিটনের মতো দেশি ক্রিকেটারদের সঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার ও আন্ড্রে ফ্লেচারের মতো বিদেশি ক্রিকেটার। মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসাইন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েটরা রয়েছেন খুলনা টাইটান্সে। কুমিল্লায় আছেন তামিম, ইমরুল, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক ও আবু হায়দার রনির মতো এমন কয়েকজন ক্রিকেটার যারা দলকে শিরোপা জেতাতে সক্ষম। চিটাগং ভাইকিংসে মুশফিক ছাড়াও রয়েছেন সিকান্দার রাজা, লুক রনচি, মোসাদ্দেক হোসেন ও আশরাফুলের মতো ক্রিকেটাররা। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার বিপিএলের শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস (শুরুর দুই আসরে দলটির নাম ছিল ঢাকা গ্লাডিয়েটরস)। তিনবার শিরোপা জিতেছে দলটি। এ ছাড়া কুমিল্লা ও রংপুর শিরোপা জিতেছে একবার করে। বিপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত মোট ৬৩ ম্যাচে তার রান ১৪০০। এ ছাড়া ১৩৫৮ রান নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন তামিম ইকবাল ও ১৩৫৭ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিক। বল হাতে সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৬১ ম্যাচে তার উইকেট ৮৩। ৬১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কেভিন কোপার ও ৫৪ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন শফিউল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App