×

জাতীয়

শনিবার দেশে ফিরবে সৈয়দ আশরাফের মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ১১:৫৬ এএম

শনিবার দেশে ফিরবে সৈয়দ আশরাফের মরদেহ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ব্যাংকক থেকে দেশে আনা হবে শনিবার। আগামীকাল শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে তাঁর লাশ দেশের পথে রওনা হবে , যা সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামের ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন।। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক মাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন একাত্তরের এই বীর মুক্তিযোদ্ধা। নির্মোহ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর। সৈয়দ আশরাফের মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সব মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সৈয়দ আশরাফ এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App