×

জাতীয়

রাজধানীতে নির্বাচনী পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৩:০৩ পিএম

রাজধানীতে নির্বাচনী পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা
রাজধানী ঢাকার সব নির্বাচনী পোস্টার-ব্যানার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। সাঈদ খোকন বলেন, উৎসবমুখর পরিবেশে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসারণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই। পরিচ্ছন্নতা কর্মীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার ও নির্বাচনী সামগ্রী অপসারণ করার অনুরোধ জানান মেয়র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App