×

খেলা

পাইবাসকে বেছে নিল উইন্ডিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৩:৫৫ পিএম

পাইবাসকে বেছে নিল উইন্ডিজ
গত কয়েক বছর আগেও ক্রিকেট পিচে আগুন ঝরাতেন ক্যারিবীয় বোলার এবং ব্যাটসমানেরা। কিন্তু সাম্প্রতিক সময়ে দুর্বল দলে পরিণত হয়েছে তারা। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত সংস্করণে দুয়েকটি সিরিজ জিতলেও ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে ভালো খেলতে পারছে না। তাইতো নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কোচিং স্টাফে পরিবর্তন আনছে তারা। গত সেপ্টেম্বরে শাই হোপদের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন স্টুয়ার্ট ল। এরপর থেকে ফিল্ডিং কোচ নিক পোথাসকে দিয়ে অন্তর্বর্তীকালীন কোচের কাজ চালাচ্ছিল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। তবে দেশটির ক্রিকেট ভক্তদের জন্য নতুন বছরের শুরুতে রয়েছে ভালো সংবাদ। পূর্ণ মেয়াদে উইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হাইপারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড পাইবাস। গত ফেব্রæয়ারিতে তিনি ওয়েস্ট ইন্ডিজের হাইপারফরম্যান্স দলের দায়িত্ব নিয়েছিলেন। এ কাজ করতে গিয়ে ক্যারিবীয়দের সর্বস্তরের ক্রিকেট দল ও কোচদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়েছে তাকে। সে কারণে দেশের ক্রিকেটের খুঁটিনাটি সম্পর্কে বেশ ভালো জ্ঞান অর্জন হয়েছে পাইবাসের। তাই তাকেই নতুন কোচের দায়িত্ব দিতে যাচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক বা ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে কোনো সুনাম না থাকলেও কোচ হিসেবে বেশ ভালো নাম-ডাক রয়েছে পাইবাসের। ১৯৯৯ সালের বিশ^কাপে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে তাদের ফাইনালে তুলেছিলেন তিনি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু দলের দায়িত্বে ছিলেন এই কোচ। আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসেবে পাইবাসের সর্বশেষ অধ্যায়টা ছিল বাংলাদেশে। ২০১২ সালে মাত্র ৫ মাস বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি। চুক্তির কিছু বিষয়াদি নিয়ে ঝামেলা দেখা দেয়ায় চুক্তির পুরো সময় শেষ না করেই টাইগারদের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন পাইবাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App