×

জাতীয়

জাপা সরকারে না বিরোধী দলে থাকবে, সিদ্ধান্ত বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৫:০৪ পিএম

জাপা সরকারে না বিরোধী দলে থাকবে, সিদ্ধান্ত বৃহস্পতিবার
একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) অবস্থান কী হবে, সরকারে থাকবে নাকি বিরোধী দলে থাকবে, সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে দলের সংসদীয় বোর্ড। বুধবার দুপুরে দলে প্রেসিডিয়াম মেম্বারদের বৈঠক শেষে মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। বৈঠক শেষে রাঙ্গা বলেন, বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জাতীয় পার্টি সংসদে কী হিসেবে দায়িত্ব পালন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App