×

জাতীয়

রামগড়ে বই উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০৩:৪৩ পিএম

রামগড়ে বই উৎসব
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাছিনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে নতুন বছরের প্রথম দিন মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় থেকে পৃথক পৃথক ভাবে উৎসব মুখর পরিবেশে বিনামূল্য নতুন পাঠ্যবই বিতরণের মাধ্যমে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় বই উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রাধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইশরাত। রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা হোসেন ও রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা শিক্ষা অফিসার নাচির উদ্দন, সহকারী শিক্ষা অফিসার উম্রচিং চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ আওয়ামীলীগ নেতা রফিকুল আলম কামাল, বিশ্ব ত্রিপুরাসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থীরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলা ৬১ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনীর ৮ হাজার ২ শত ২৭ জন শিক্ষার্থীর মাঝে ২৯ হাজার ২ শত ৮২ টি নতুন পাঠ্যবই বিনামূল্যে বই উৎসবের মাধ্যমে পর্যায়ক্রমে বিতরণ শুরু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App