×

জাতীয়

বিনামূল্যে পাঠ্যবই দেয়া শেখ হাসিনার পক্ষেই সম্ভব : নুরুল আমিন রুহুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০৩:৫৮ পিএম

বিনামূল্যে পাঠ্যবই দেয়া শেখ হাসিনার পক্ষেই সম্ভব : নুরুল আমিন রুহুল
চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আলহাজ্ব নুরুল আমিন রুহুল বলেছেন, বিশ্বে বিনামূল্যে বই দেয়ার নজির কমই আছে। বাংলাদেশে বিনামূল্যে পাঠ্য বই দেয়া বঙ্গবন্ধুু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগের সরকার ছাড়া যে দলই ক্ষমতায় এসেছেন তারা জানুয়ারির প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি। আমরা সারা দেশের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনই বই তুলে দিচ্ছি। নতুন বই তুলে দেওয়া আওয়ামী লীগ সরকারের একটা সাফল্য। আমরা যখন লেখাপড়া করেছি, তখন ক্লাসের অনেক শিক্ষার্থীর নতুন বই কেনার সুযোগ ছিল না। পুরানো বইয়ের ওপর নির্ভর করতে হতো। এখন প্রতিটি শিক্ষার্থী নতুন বই পাচ্ছে। মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তরে ৮৯নং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে মতলব উত্তর উপজেলার পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান জহিরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেল হক, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মো. বাহাউদ্দিন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য খোকন প্রধান’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App