×

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০৪:৫৪ পিএম

বশেমুরবিপ্রবিতে কৃতি শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন এবং বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের সনদ-অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ১ জানুয়ারি ২০১৯ তারিখ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সভাপতি বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট, ভাইস চ্যান্সেলর স্বর্ণ পদক এবং চেক তুলে দেন। নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়মিত লেখা-পড়ার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সৃষ্টিশীল পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম. এ. সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. বি.কে বালা, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডীন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, ইটিই বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শাহজাহান, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, এসিসিই বিভাগের সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ঈশিতা রায়, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী, আমন্ত্রিত অতিথি, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App