×

জাতীয়

জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০৬:১১ পিএম

জাতির পিতার প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে দলের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মহিউদ্দিন খান আলমগীর, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আবদুল মতিন খসরু, ওবায়দুল কাদের, মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর শেখ রেহানা ও সায়মাকে নিয়ে বনানী কবরস্থানে মা ও ভাইসহ পঁচাত্তরের ১৫ অগাস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী জেলখানায় হত্যাকাণ্ডের শিকার সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ ও ক্যাপ্টেন মনসুর আলীর কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App