×

জাতীয়

উৎসবমূখর পরিবেশে দাউদকান্দিতে বই উৎসব পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৯, ০৩:৩৯ পিএম

উৎসবমূখর পরিবেশে দাউদকান্দিতে বই উৎসব পালিত
উৎসবমূখর পরিবেশে দাউদকান্দিতে বই উৎসব পালিত
“ব্ই হোক মোদের সাথি , জ্ঞানার্জনে গড়বো জাতি” “ শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ”স্লোগানের মাধ্যমে উৎসবমূখর পরিবেশে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পালিত হয়েছে বই উৎসব। সকাল সাড়ে ১০টায় দাউদকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর(অবঃ) সুবিদ আলী ভূইয়া। এসময় তিনি বলেন, বছরের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া বর্তমান সরকারের একটি যুগান্তকারী সাফল্য। এ সাফল্য একমাত্র শেখ হাসিনার দক্ষতার জন্যই সম্ভব হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেজর(অবঃ) সুবিদ আলী ভূইয়ার সহধর্মিনী মিসেস মাহমুদা ভ্ইূয়া, উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমূখ । নতুন বছরের শুরুতে দাউকান্দি উপজেলার ১৪৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২১৯টি কিন্ডার গার্ডেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে উৎসবের মাধ্যমে নতুন বই তুলে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App