×

জাতীয়

সংসদে জাপার অবস্থান মহাজোটের সিদ্ধান্তে হবে: রাঙ্গা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:২১ পিএম

সংসদে জাপার অবস্থান মহাজোটের সিদ্ধান্তে হবে: রাঙ্গা

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির অবস্থান মহাজোটের সিদ্ধান্তে হবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

আজ সোমবার রাজধানীর বারিধারার বাসভবনে এক সংবাদ সম্মেলনে মশিউর রহমান রাঙ্গা এসব কথা জানান।

নামমাত্র বিরোধী দলে থাকা জাতীয় পার্টি (এরশাদ) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের পক্ষে অবস্থান নেয়। নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছে ২০ আসন। এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনে মাত্র ৭ আসন পেয়েছে।

ফলে আওয়ামী লীগের পরের অবস্থানে থাকা জাতীয় পার্টি সংসদে বিরোধীদল হবে কিনা? এ প্রসঙ্গে পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, মহাজোটই সিদ্ধান্ত দেবে সংসদে জাতীয় পার্টির অবস্থান কি হবে।

এ সময় রাঙ্গা বলেন, মহাজোটের সঙ্গে আছি, থাকবো। বিরোধীদলে যাবো কিনা তা কয়েকদিনের মধ্যে জানানো হবে।

এদিকে নির্বাচনের ফলাফল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মেনে নিয়েছেন বলেও জানান পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App