×

জাতীয়

রাজধানীসহ সারাদেশে যান চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ১১:০৩ এএম

রাজধানীসহ সারাদেশে যান চলাচল স্বাভাবিক
একাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ উপলক্ষে নিয়ন্ত্রিত থাকা যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে চলতে পারছে যানবাহনগুলো। তবে মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা এখনো বলবৎ থাকায় অনুমোদিত ছাড়া অন্যগুলো এখনো চলতে পারবে না। রবিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় এবারের নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কিছু ব্যতিক্রম সাপেক্ষে সবধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি। নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ায় যানবাহন চলাচলের কোনো বাধা রইল না। তবে শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। তাই নির্বাচন কমিশনের স্টিকার পাস এবং আরও কিছু ব্যতিক্রম ছাড়া কোনো ধরনের মোটরসাইকেল চলাচল করতে পারবে না। এদিকে সোমবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই রাজধানীর সড়ক মহাসড়কগুলোতে সবধরনের যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App