×

বিনোদন

ভাইরাল জ্বরে সঙ্গীতাঙ্গন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৪:০৬ পিএম

ভাইরাল জ্বরে সঙ্গীতাঙ্গন
সময়ের বয়ে চলার মধ্য দিয়ে আমরা হারাতে চলেছি আরো একটি বছর। আর দুইদিন অতিক্রম করলেই নতুন বছরের আগমন। ২০১৯ সাল দরজায় কড়া নাড়ছে। কিন্তু তার আগে একটু পেছন ফিরে দেখে নেয়া যাক ২০১৮ সালে আমাদের সঙ্গীতাঙ্গন
আলোচিত বছরের আলোচিত গানের মধ্যে রয়েছে আরমান আলিফের গাওয়া ‘অপরাধী’। এই গানটি ইউটিউবে ১৯ কোটিরও বেশি ভিউ হয়েছে। ইমরানের গাওয়া ‘এমন একটা তুমি চাই’ গানটিও সাড়া ফেলেছে। মেহেদী হাসান লিমনের কথা ও নাজির মাহমুদের সুরে গানটির সঙ্গীতায়োজক হিসেবে ছিলেন মুশফিক লিটু। গানটি ২ কোটিরও বেশি ভিউ হয়েছে। ‘একটাই তুমি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও পূজা। সোমেশ্বর অলির লেখা গানটির সুর করেছেন সাজিদ সরকার। এই গানটিও আলোচিত হয়েছে। গানটির ভিউ ১ কোটি ১৯ লাখেরও বেশি। এফ এ সুমনের কণ্ঠে ‘মনটা আমার’ গানের কথা লিখেছেন আহমেদ খসরু। এফ এ প্রীতমের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটির ভিউ ১ কোটি ৭ লাখ ছাড়িয়েছে। সোমেশ্বর অলির লেখা ‘বুকের বাঁ পাশে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। সাজিদ সরকার গানের সুর দিয়েছেন এবং সঙ্গীতায়োজন করেছেন। গানটি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বাঁ পাশে’ টেলিফিল্মের টাইটেল সং। গানটির ভিউ প্রায় এক কোটি। সমালোচিত ‘দহন’ সিনেমার হাজির বিরিয়ানি গানটির কথা ও ভিডিও সমালোচকদের তোপের মুখে ইউটিউব থেকে সরিয়ে নিতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং গানটি গেয়েছেন ও সুর করেছেন পশ্চিমবঙ্গের গায়ক আকাশ সেন। গানটির ‘হিসু করবো দেয়ালে’ কথাটি বিতর্কের সৃষ্টি করে। পরবর্তী সময়ে পরিবর্তন এনে লেখা হয়েছে ‘ঢলে পড়ব দেয়ালে’। অন্যদিকে নুসরাত ফারিয়ার প্রথম গানের ভিডিও ‘পটাকা’ ও গায়িকা পড়শীর নতুন গান ‘রাস্তা’ তুমুল সমালোচনার মুখে পড়ে। ইউটিউবে এই দুটি গানের ভিডিওতে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি দেখা যায়। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয় নুসরাত ফারিয়ার ‘পটাকা’। এর কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সঙ্গীত করেছেন প্রীতম হাসান। পড়শির গানের ভিডিও ‘রাস্তা’। ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। গানটি সমালোচিত হয়। ভাইরাল বছরজুড়েই সঙ্গীতাঙ্গনে আলোচনা ছড়িয়েছে আরমান আলিফের গাওয়া ‘অপরাধী’ গানটি। সোশ্যাল মিডিয়ায় গানটি ভাইরাল হয়ে যায়। দেশের সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গসহ মধ্যপ্রাচ্যে গানটি শ্রোতাদের নজর কেড়েছে। কম বাজেটের মিউজিক ভিডিও হিসেবে গ্লোবাল র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ১০০টি গানের মধ্যে স্থান করে নিয়েছে ‘অপরাধী’। এই গানটির জনপ্রিয়তার পর আরমান আলিফের আরো কয়েকটি গান এই বছরই প্রকাশ হয়েছে। তবে সেই গানগুলো জনপ্রিয়তা পায়নি। এদিকে আলিফের ‘অপরাধী’ গানটির একটি মোবাইল ভার্সনে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন টুম্পা খান। টুম্পার কণ্ঠেও গানটি জনপ্রিয় হয়। পরবর্তী সময়ে টুম্পারও একাধিক গান প্রকাশ হয়েছে। সেগুলো দর্শক-শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে পারেনি। এ ছাড়া ‘আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো’ গানটি গেয়ে সোশ্যাল মিডিয়া তুমুল জনপ্রিয়তা পান কামরুজ্জামান রাব্বি। অবশ্য গানটির গীতিকার নিয়ে বিতর্ক রয়েছে। বিচ্ছেদ এ বছরই সংসার ভেঙেছে জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী মেহব্বুা মাহনূর চাঁদনী এবং সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের। ২০১৮ সালের ৯ জানুয়ারি তারা ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেন। যাদের জন্য হৃদয় কাঁদে জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার এ বছর চিরবিদায় নিয়েছেন। তিনি দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন। গত ১৬ জানুয়ারি রাজধানীর চামেলীবাগের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ছাড়া আশি ও নব্বই দশকের পপ গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবা তানি গত ১৯ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App