×

আন্তর্জাতিক

নিউইয়র্কে পঞ্চায়েতের অনুষ্ঠান ‌‌‌'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি'

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৫:১৩ এএম

নিউইয়র্কে পঞ্চায়েতের অনুষ্ঠান ‌‌‌'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি'
নিউইয়র্কে পঞ্চায়েতের অনুষ্ঠান ‌‌‌'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি'
নিউইয়র্কে পঞ্চায়েতের অনুষ্ঠান ‌‌‌'এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি'
নিউইয়র্কের ব্রঙ্কসে সাহিত্যের ছোট কাগজ পঞ্চায়েতের বিজয়দিবস সংখ্যার পাঠোম্মোচন এবং ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কবি মাসুম আহমেদ ও হাবিব ফয়েজির সঞ্চালনায় ২৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে বাংলাবাজার নামে খ্যাত স্টার্লিং এভিনিউর আল আকসা পার্টি হলে সমবেত হন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাভাষী কবি, সাহিত্যিক, প্রবন্ধকারসহ সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সায়্যিদ মুজিবুর রহমান এবং তাজুল ইমামকে ফুলে দিয়ে বরণ করা হয় । একদল শিশু এই মহান দুই মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছোসিক্ত করেন। এছাড়াও পঞ্চায়েতের পক্ষে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সায়্যিদ মুজিবুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাহিত্য একাডেমী নিউইয়র্কের পরিচালক মোশাররফ হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের হাতে কবি সোনিয়া কাদের। এরপর শুরু হয় রিভিউ পর্ব। গল্প, কবিতা এবং প্রবন্ধ সাহিত্যের এই তিনটি শাখাকে আলাদা ভাগে ভাগ করে রিভিউ করা হয়। কবিতা নিয়ে রিভিউ করেন প্রবাসের বিশিষ্ট কবি শামস্ আল মমীন। তিনি কবিতা লেখার কিছু কৌশল উপস্থাপন করেন তার নাতিদীর্ঘ আলোচনায়। প্রবন্ধ রিভিউ করেন কবি এবিএম সালাউদ্দিন। পঞ্চায়েতে প্রকাশিত ৮টি প্রবন্ধের উল্লেখ করে তিনি বলেন- কাউকে বিচার করতে গেলে তার ভেতরে প্রবেশ করতে হয়। তবে আমরা বিচার না করে যে কাউকে কুপোকাত করে ফেলি। রিপোর্ট আকারে নিবন্ধ লেখা যায়, কিন্তু প্রবন্ধ খুব ভেবে চিন্তে লিখতে হয়। গল্প নিয়ে রিভিউ করতে এসে কবি তমিজ উদ্ দীন লোদী বলেন- লেখক নিজে কিছু বলবেন না। তিনি সব বিষয়গুলি আধুনিক পাঠকদের বিশ্লেষণের ওপরে ছেড়ে দেবেন। তিনি বলেন, গল্প এমন একটি বিষয়, বিশেষ করে যুদ্ধের গল্প, এটা আসলে বণর্না করার নয়। গল্পকে শিল্প করে তোলা হচ্ছে গল্পকারের প্রধান কাজ। এর জন্য গল্পকারকে মেধা-মনন ও পঠন-পাঠনে মনোযোগী হতে হয়। এবার যারা লিখেছেন, তারা লেখা অব্যাহত রাখলে ভুল কমিয়ে আনতে পারবেন এবং আগামীতে স্বার্থক গল্প লিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে আশাবাদী। বাচিকশিল্পী আনোয়রুল হক লাভলুর সমন্বয়ে পরিচালিত হয় মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি পর্ব। আবৃত্তি করেন কবি সেমন্তী ওয়াহেদ, মিজানুর রহমান বিপ্লব, লুবনা কাইজার ও তাহরীনা পারভীন প্রীতি এবং ছোট্টবন্ধু তামান্না আহমেদ শান্তি। মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির সময় অনুষ্ঠানস্থলে পিনপতন নীরবতায় বিরাজ করে এক আবেগঘন পরিবেশ। অনেকের চোখের জল অবাধ্য হয়ে পড়ে নিজের অজান্তেই। এরপর মুক্তিযুদ্ধের গল্প শোনাতে মঞ্চে আসেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সায়্যিদ মুজিবুর রহমান ও তাজুল ইমাম। তারা একাত্তরের রণাঙ্গনের কীভাবে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তার সরল এবং সাবলীল বর্ণনা করেন। তাদের বক্তব্যে উঠে আসে মহান মুক্তিযুদ্ধের চিত্রকল্প, ভয়াবহ দৃশ্যপট এবং ঘটনাক্রম। তাদের বর্ণনাভঙি এতো চমৎকার ছিল যে, উপস্থিত অনেককেই নীরবে চোখ মুছতে দেখা গেছে। সবশেষে তারা বাঙালি জাতিকে হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার জন্য এবং যুদ্ধাপরাধী ও রাজাকারদের সাথে আপোষ না করতে সকলের প্রতি আহ্বান জানান। পরবর্তী প্রজন্মের কাছেও এর গুরুত্ব তুলে ধরার অনুরোধ জানান। শেষেপর্বে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বেশ কয়েকজন কবি। হাবিব ফয়েজির সঞ্চালনায় এ পর্বে আবৃত্তি করেন- শামস্ আল মমীন, কাজী আতীক, আহম্মদ হোসেন বাবু, মামুন জামিল, স্বপ কুমার, রওশন হক, ছন্দা বিনতে সুলতান, জান্নাতুল আরা, ইয়াসমিন মুক্তা, জুঁই ইসলাম, নাসরিন চৌধুরী, কবিতা হোসাইন, কামরুন নাহার রিতা প্রমুখ। উল্লেখ্য, নর্থ আমেরিকায় বসবাসরত বাংলাভাষী লেখিয়েদের নিয়ে 'পঞ্চায়েত' নিউইয়র্ক থেকে একটি নান্দনিক সাহিত্যের ছোটকাগজ বের করে আসছে। আজ ছিলো পঞ্চায়েত তৃতীয় সংখ্যার পাঠোন্মোচন। বিজয়দিবস উপলক্ষ্যে প্রকাশিত সংখ্যাটিতে ৬টি গল্প, ৮টি প্রবন্ধ এবং ২২টি ছড়া ও কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, বাফার সভাপতি ফরিদা ইয়াসমিন, বাঙালি চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রহিম বাদশা, আইনজীবি এন মজুমদার, ব্যবসায়ী ও হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, সমাজকর্মী আব্দুল বাছির খান, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, টাইম টিভি এবং বাংলা পত্রিকার সিই্ও আবু তাহের, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাস নিউজ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক আনোয়ার হোসন বাবর, বাংলাদেশ সোসাইটি নেতা সামাদ মিয়া, হৃদয়ে বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App