×

বিনোদন

টালিগঞ্জের হালচাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৪:৪২ পিএম

টালিগঞ্জের হালচাল
টালিগঞ্জের ছবির সফলতার বিচারে দেখা যায়, এ বছর অনেকটাই আড়ালে চলে গেছেন মূলধারার তারকারা। কথিত ‘আর্ট ফিল্ম’র তারকাদের জয়জয়কারই সবচেয়ে বেশি চোখে পড়ে
হালের দুই গোয়েন্দা চরিত্র আবীর চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত বছরজুড়েই ছিলেন আলোচনায়। সফলতার পাল্লাও তাদের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে আছে। ‘ঘরে এন্ড বাইরে’, ‘উমা’, ‘সোনার পাহাড়’ এবং ‘এক যে ছিল রাজা’সহ মোট চারটি ছবি মুক্তি পায় যিশুর। এর মধ্যে ব্যবসার নিরিখে ‘উমা’ ও ‘এক যে ছিল রাজা’ বেশ সফল। ‘আমি জয় চ্যাটার্জী’ ছবির ফ্লপ দিয়ে বছর শুরু করেছিলেন আবীর। এরপর বছর গড়াতে গড়াতে দেন ‘গুপ্তধনের সন্ধানে’, ‘বিদায় ব্যোমকেশ’ ও ‘ব্যোমকেশ গোত্র’র মতো হিট ছবি। তার আরেক থ্রিলার ছবি ফ্ল্যাট নং ৬০৯ ভালো ব্যবসা করেনি। সেই অর্থে বেশ ভালো একটি বছরই পার করছেন আবীর। সফলতার বিচারে এর পরেই আসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা। বছরের শুরুতে ‘ময়ূরাক্ষী’ এরপর সুপারহিট ‘দৃষ্টিকোণ’ ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। আরেক ছবি ‘কিশোরকুমার জুনিয়র’ ব্যবসায়ের নিরিখে পিছিয়ে। তবে বছর শেষে ‘বাঘ বন্দী খেলা’তে খুব একটা নজর কাড়তে পারেননি এই অভিনেতা। নিজের ছবি কবীর আর হইচই আনলিমিটেড নিয়ে খুব বেশি বাহাদুরি দেখাতে পারেননি সুপারস্টার দেব। জিতের সুলতান তুলনামূলক এগিয়ে থাকলেও ‘ইন্সপেকটর নটি কে’ আর ‘বাঘ বন্দি খেলা’ ফ্লপ। তাই এ বছর ব্যর্থ দেবের সঙ্গী তিনিও। অভিনেতা পরমব্রতর ‘সোনার পাহাড়’ ভালো প্রশংসা কুড়ালেও বছর শেষে ‘রিইউনিয়ন’ খুব একটা সুবিধা করতে পারেনি। অন্যদিকে খুঁজে পাওয়া যায়নি সোহম চক্রবর্তী, অঙ্কুশ, যশ দাশগুপ্ত ও বনি দাশগুপ্তের মতো তারকাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App